খেলা
সেমিফাইনালে এ জেড স্পোর্টিং ক্লাব
ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া থেকে
৩ মে ২০২৫, শনিবারবগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত ‘ডিএসএ কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে এ জেড স্পোর্টিং ক্লাব। শুক্রবার ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়ে এই গৌরব অর্জন করে দলটি। সকালে টসে জিতে এ জেড স্পোর্টিং ক্লাব প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি। প্রতিপক্ষের নিখুঁত বোলিংয়ের সামনে ১৮ দশমিক ৩ ওভারে ৯২ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন সবুজ। এলমানের ব্যাট থেকে আসে ২০ রান। ফাহিম ৩টি, রাজা ও জীবন ২টি করে এবং জয় একটি উইকেট শিকার করেন। জবাবে এ জেড স্পোর্টিং ক্লাব নাঈমের ৩৪ এবং আহাদের অপরাজিত ৩৭ রানে ভর করে ৫ ওভার ১ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির আতিক ও সবুজ ২টি করে উইকেট লাভ করেন। বিজয়ী দলের ফাহিম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি বিতরণ করেন বগুড়া জেলা আম্পায়ার্স এসোসিয়েশনের সদস্য সচিব অশোক রায়। এ সময় ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাহেদুল ইসলাম রবি, আম্পায়ার জাহিদ ইকবাল জিতু উপস্থিত ছিলেন। এই জয়ের ফলে এ জেড স্পোর্টিং ক্লাব সেমিফাইনালে উন্নীত হলো।
শনিবার দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে সকাল ৯টায় ব্রাইট স্টার ক্লাবের মুখোমুখি হবে মালতিনগর ওয়ারিয়র্স।