খেলা
যে কারণে নিউজিল্যান্ড সিরিজে মোস্তাফিজের জায়গায় খালেদ
স্পোর্টস ডেস্ক
৩ মে ২০২৫, শনিবার
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। আর এ সিরিজে মোস্তাফিজুর রহমানের জায়গায় দলে নেয়া হয়েছে আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদকে।
জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন কিউইদের বিপক্ষে খেলতে ঘোষণা করা হয় বাংলাদেশ ‘এ’ দল। দলে তখন রাখা হয় বাংলাদেশের অভিজ্ঞ পেস বোলার মোস্তাফিজুর রহমানকেও। তবে সর্বশেষ বাঁহাতি এ পেসারকে সরিয়ে দলে নেয়া হয়েছে খালেদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস নিশ্চিত করেন, মোস্তাফিজকে ‘এ’ দলে রাখা হচ্ছে না। গণমাধ্যমকে নাফীস বলেন, ‘একটি পরিবর্তন আনা হয়েছে। ‘এ’ দলটা যখন বাছাই করা হয়েছিল, তখনও মোস্তাফিজ আসলে খুব বেশি ম্যাচ খেলেনি (ঢাকা প্রিমিয়ার লীগে)। পরে যেহেতু সুপার লিগে কয়েকটি ম্যাচ খেলেছে। তার ম্যাচ অনুশীলন হয়েছে বলেই মনে হয়েছে এবং অন্য কাউকে সুযোগ দেয়ার কথা ভেবেছে (নির্বাচক কমিটি)।এমন নয় যে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞ তারকাদের ‘এ’ দলে খেলানো যাবে না। যে কেউ আসলে ‘এ’ দলে খেলতে পারে।’
মোস্তাফিজের বদলে খালেদকে দলে নেয়ার প্রেক্ষাপটও তুলে ধরলেন প্রধান নির্বাচক বলেন, ‘মোস্তাফিজ বেশ কিছুদিন খেলার বাইরে ছিল। ঢাকা প্রিমিয়ার লীগে শুরুতে ছিল না। পরে প্রথম ম্যাচ যেটি খেলেছে মোহামেডানের হয়ে, সেটিতে স্রেফ দুই ওভার বোলিং করেছিল। পরের ম্যাচে ৯ ওভার করেছে। ওই সময়টায় আমরা আসলে ‘এ’ দল নিয়ে কাজ করছিলাম। ঢাকা লিগে মুস্তাফিজ কতগুলি ম্যাচ খেলবে, কত ওভার বোলিং করবে, তখনও আমরা নিশ্চিত ছিলাম না।’
আর খালেদ প্রসঙ্গে নাফিস বলেন, “যখন জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খালেদকে না খেলানোর সিদ্ধান্ত হয়, তখন আমরা ওকে ‘এ’ দলে নিয়ে নেই। খালেদ যদি টেস্ট ম্যাচটিতে খেলত, তাহলে হয়তো মোস্তাফিজের বদলে অন্য কাউকে নিতাম। যেহেতু চট্টগ্রামে সে খেলেনি, আমরা তখন জানিয়ে দিয়েছি যে খালেদই খেলবে ‘এ’ দলে।’
একদিনের ম্যাচের এ সিরিজ শুরু হবে সোমবার। পরের দুই ম্যাচ আগামী ৭ ও ১০ই মে। সবকটি ম্যাচই হবে সিলেটে। পরে দুটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচও খেলবে এ দুই দল। প্রথমটি হবে সিলেটে। পরেরটি হবে মিরপুরে। বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ।