ঢাকা, ২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

ইনিংস ও ১১৩ রানের জয়ে সিরিজ সমতা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

(১ দিন আগে) ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

ইনিংস ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ, সেঞ্চুরির পর মিরাজের ৫ উইকেট।

দিনের নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ার পর সময় বাড়িয়েছিলেন আম্পায়াররা। বাড়তি সময়ের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রানআউট হয়ে যান জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা। মুমিনুল হকের থ্রো ভেঙে দেয় উইকেট। আর তাতে নিশ্চিত হয় চার দিনের মধ্যে বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়।

ম্যাচে সেঞ্চুরির পর পাঁচ উইকেট নেন মিরাজ। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে তাইজুলের শিকার তিন উইকেট।

বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ২১৭ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে। চা বিরতির আগে ৯ ওভারে ২ উইকেটে ১৭ রান তুলতে পেরেছে সফরকারি দল। চা বিরতির পর দ্বিতীয় ওভারেই আরেকটি উইকেট পেল বাংলাদেশ। নাঈমের বলে দ্বিতীয় স্লিপে সাদমানের ক্যাচ হয়েছেন উইলিয়ামস (১৭ বলে ৭)। 

চতুর্থ উইকেটে ৪৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামালের চেষ্টা করেন ক্রেইগ আরভিন ও ওয়েসলি মাধেভেরেতে। দলীয় ৬৯ রানে ক্রেইগ আরভিনকে বোল্ড করে বাংলাদেশকে চতুর্থ উইকেট এনেদেন মেহেদী হাসান মিরাজ। ওই ওভারের শেষ বলে এলবিডব্লু করেছেন ওয়েসলি মাধেভেরেকে। তাতে ৩ উইকেটে ৬৯ থেকে ৬ বলের মধ্যে ৬৯/৫ হয়ে গেছে জিম্বাবুয়ে। 

নিজের আগের ওভারে ২ উইকেট নেওয়া মিরাজ এবার ফিরিয়েছেন তাফাদজাওয়া সিগাকে। প্রথম বলে রিভিউ নিয়ে এলবিডব্লু থেকে বেঁচে যাওয়া সিগা পরের বলেই শর্ট লেগে ক্যাচ দিয়েছেন এনামুল হকের হাতে। বাংলাদেশকে আবারও ব্যাট করাতে আরও ১৪৪ রান করতে হবে।

 

ফিরলেন মিরাজ, ফাইফার মাসাকেসার

ভিনসেন্ট মাসাকেসার বল খেলতে ক্রিজ ছেড়ে অনেকটাই বেরিয়ে আসলেন মেহেদী হাসান মিরাজ। তবে ব্যাটে-বলে না হওয়ায় সহজেই স্টাম্প ভেঙে দিলেন উইকেটকিপার। শেষ উইকেট হিসেবে মিরাজ ফিরলেন ব্যক্তিগত ১০৪ রানে। এরই সঙ্গে অভিষেক টেস্টে ফাইফার পূরণ করলেন মাসাকেসা। ১২৯.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪৪৪, লিড ২১৭ রানের।

 

মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি

হাতে রয়েছে এক উইকেট। আগের ওভারের শেষদিকের বলগুলো খেলেছেন হাসান মাহমুদ। ব্যক্তিগত ৯৯ রানে ছিলেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত স্ট্রাইকে এসে শতক তুলে নিলেন টাইগার ব্যাটার। ১২১.১ ওভার পর বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৩৯, লিড ২১২ রানের।

 

হলো না শতরানের জুটি, ফিরলেন তানজিম সাকিব

নবম উইকেটে শতরানের জুটি গড়তে দরকার ছিল মাত্র ৪ রানের। তবে ব্যক্তিগত ৪১ রানে ফিরলেন তানজিম সাকিব। ব্যক্তিগত শতক থেকে মাত্র ১ রান দূরে মেহেদী হাসান মিরাজ। 

 

মিরাজ-তানজিম জুটিতে ফিফটি, দলীয় চারশ’ ছাড়ালো বাংলাদেশ

নবম উইকেটে তানজিম সাকিবকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাট থেকে দলের খাতায় যোগ হয়েছে ৬২ রান। লাঞ্চের আগে বাংলাদেশের লিড ১৭৭ রানের। ব্যক্তিগত ৭৬ ও ২৯ রানে ক্রিজে আছেন মিরাজ ও তানজিম। ১১৪ ওভারে টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ৪০৪।  

 

তাইজুলের আউটের পর মিরাজের ফিফটি

দিনের প্রথম উইকেট হিসেবে তাইজুল ইসলাম ফিরেছেন ব্যক্তিগত ২০ রানে। এরপর ব্যক্তিগত ফিফটি তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। আরেক প্রান্তে ৪ রানে আছেন তানজিম সাকিব। ১০০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৫৩, লিড ১২৬ রানের।

 

একশ’ ছাড়ালো বাংলাদেশের লিড

অষ্টম উইকেটে প্রতিরোধ গড়ে তুলছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। বাংলাদেশের লিড ১০৩ রানের। ৯৪.৩ ওভারে টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ৩৩০ রান।

 

থেমেছে বৃষ্টি, খেলা শুরু

মেঘ কেটে গেছে চট্টগ্রামে, ফের শুরু তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা।

 

বাংলাদেশ তিনশ’ ছাড়ানোর পর বৃষ্টির আগমন

৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। চট্টগ্রামের মাঠে আজ সকাল থেকেই মেঘ ছিল। তবে দিনের শুরুতে বৃষ্টি না নামায় শুরু হয় খেলা। তিন ওভার না পেরোতেই চলে এসেছে বৃষ্টি। এর আগে দলীয় তিনশ ছাড়িয়েছে টাইগাররা। ব্যক্তিগত ২১ ও ১১ রানে ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ৮৯.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩০৩, লিড ৭৬ রানের।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status