খেলা
মৌসুমের মহাগুরুত্বপূর্ণ সময়ে ছিটকে গেলেন কুন্দে
স্পোর্টস ডেস্ক
(৫ ঘন্টা আগে) ১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:৪১ অপরাহ্ন

স্প্যানিশ লা লিগায় বাকি মাত্র ৫ ম্যাচ। ঘাড়েই নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে রয়েছে চ্যাম্পিয়নস লীগের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালের ফিরতি লেগ। এর মধ্যেই দুঃসংবাদ উড়ে এলো বার্সেলোনা শিবিরে। মৌসুমের গুরুত্বপূর্ণ এই শেষ সময়ে চোটে পড়ে ছিটকে গেছেন কাতালানদের ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে।
চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের প্রথম লেগে গতকাল ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বার্সা। অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ৪২তম মিনিটে মাঠ ছাড়তে হয় কুন্দের। আজ এক বিবৃতিতে কাতালান ক্লাবটি জানায়, পরীক্ষায় দেখা গেছে যে ২৬ বছর বয়সী এই রক্ষণভাগের খেলোয়াড়ের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। তবে তার সুস্থতায় ফিরতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, কমপক্ষে ৩ সপ্তাহ লাগতে পারে কুন্দের মাঠে ফিরতে। সেক্ষেত্রে ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে ফিরতি লেগ ও লা লিগায় মৌসুমের শেষ এক ক্লাসিকোতে দর্শক হয়ে থাকতে হবে তাকে।
চলতি মৌসুমে রক্ষণভাগের সঙ্গে আক্রমণভাগেও দুর্দান্ত পারদর্শিতা দেখিয়েছেন কুন্দে। কোপা দেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অতিরিক্ত সময়ে দৃষ্টিনন্দন জয়সূচক গোলটি আসে তার পা থেকেই। সেই গোলেই অল হোয়াইটদের ৩-২ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে হান্সি ফ্লিকের ছেলেরা।