ঢাকা, ২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

ব্রাজিল ও আনচেলত্তির প্রেমকাহিনীতে ‘ভিলেন’ পেরেজ

স্পোর্টস ডেস্ক
১ মে ২০২৫, বৃহস্পতিবার
mzamin

কাতার বিশ্বকাপে ভরাডুবির পরই বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল ব্রাজিল। ব্রাজিলের ফুটবল ফেডারেশনের পছন্দের তালিকায় জিনেদিন জিদান, পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তির মতো হেভিওয়েট কোচদের নাম ছিল। তবে সে দফায় শেষ পর্যন্ত তাদের কাউকে না পেয়ে দেশি কোচেই আস্থা রাখতে হয়েছিল তাদের। কিন্তু গত মার্চে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল নাস্তানাবুদ হলে চাকরি যায় কোচ দরিভাল জুনিয়রের। এদিকে রিয়াল মাদ্রিদের বাজে পারফরম্যান্সে চাকরি হারানো নিশ্চিত হয়ে গেছে আনচেলত্তির। ফলে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে এই কিংবদন্তি ইতালিয়ান কোচকে ব্রাজিলের কোচ হতে প্রায় রাজিও করে ফেলেছিল ব্রাজিল।

সবকিছু চূড়ান্তই ছিল। ব্রাজিল ভক্তরাও অনেকটাই স্বস্তি পেয়েছিলেন কার্লো আনচেলত্তির আগমনের খবরে। কিন্তু কয়েক ঘণ্টার মাঝেই যেন নাটকীয়তার শুরু। যে নাটকের বর্তমান পরিস্থিতি বলছে, রিয়াল মাদ্রিদ সহসাই ছাড়ছেন না কার্লো আনচেলত্তি। হচ্ছেন না ব্রাজিলের কোচ। গণমাধ্যম গ্লোবো জানাচ্ছে, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের ইশারাতেই ব্রাজিলের কোচ হচ্ছেন না কার্লো আনচেলত্তি। সবশেষ তথ্য অনুযায়ী, স্পেনের স্থানীয় সময় বুধবার বিকেলে লন্ডনে ব্রাজিলের প্রতিনিধিদের সঙ্গে আনচেলত্তি সাক্ষাৎ হয়। আর এটাকে ইতিবাচক হিসেবে দেখছে না রিয়াল সভাপতি। তখনই ২০২৬ পর্যন্ত চুক্তির কথা স্মরণ করিয়ে দেয়া হয় এই কোচকে। জানানো হয়, ক্লাব বিশ্বকাপেও রিয়ালের ডাগআউট সামাল দিতে হবে তাকেই। শুরুতে জানানো হয়েছিল, ক্লাব ছাড়লেও চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত পুরো পারিশ্রমিক দেয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু শেষ সময়ে এমন কিছুতে অস্বীকৃতি জানান রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লেরেন্তিনো পেরেজ। রিয়ালের বাকি সব পরিচালক আনচেলত্তিকে ‘এক্সিট ফি’ দেয়ার ব্যাপারে ইতিবাচক থাকলেও বেঁকে বসেন ক্লাব সভাপতি। আর সেই সিদ্ধান্তের কারণেই মূলত পিছু হটেছেন আনচেলত্তি। গ্লোবো জানিয়েছে, ফ্লোরেন্তিনো পেরেজ একাই ব্রাজিল এবং আনচেলত্তির মধ্যেকার চুক্তি উড়িয়ে দিয়েছেন। কোচ আনচেলত্তিকে সরাসরিই জানিয়েছেন, ২০২৬ এর আগে ক্লাব ছাড়লে কোন প্রকার ‘এক্সিট ফি’ পাবেন না তিনি। আর ব্রাজিলেও তাকে যেতে হবে কোনো আর্থিক লেনদেন ছাড়াই।  এদিকে গ্লোবোরই আরেক সাংবাদিক জানিয়েছেন ব্রাজিলের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং ব্রাজিলিয়ান ফেডারেশনের নাজুক পরিস্থিতির কারণেই আনচেলত্তির আগ্রহ কমে যায় ব্রাজিলের প্রতি। দেশটির ফুটবল ব্যবস্থাপনায় বিগত কয়েক বছর ধরেই চলছে অস্থিরতা। গ্লোবোর ধারণা এমন নেতিবাচক পরিবেশও আনচেলত্তির সিদ্ধান্ত গ্রহণের অন্যতম কারণ।  এতসব নাটকীয়তার পর ব্রাজিল এবং আনচেলত্তির মধ্যে আর কোনো কথাবার্তা এগুনোর সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। নতুন করে ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সৌদি ক্লাব আল-হিলালের কোচ জর্জ জেসুস।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status