খেলা
বাংলাদেশের হয়ে খেলার দ্বারপ্রান্তে শমিত সোম
স্পোর্টস ডেস্ক
(৮ ঘন্টা আগে) ১ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮:৩৪ অপরাহ্ন

লাল-সবুজের জার্সি গায়ে চাপাতে আর খুব বেশি দূরে নেই শমিত সোম। আজ কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেছেন এই মিডফিল্ডার। আজ দুপুরে এ ব্যাপারে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। এখন শুধু অপেক্ষা বাংলাদেশি পাসপোর্ট আর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন।
জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই কানাডার বাংলাদেশি হাইকমিশনে যাবেন শমিত। সেখানে জরুরি ভিত্তিতে পাসপোর্টের আবেদন করলে তা পেয়ে যেতে পারেন একদিনের মধ্যেই। সংবাদমাধ্যমে আজ ফাহাদ করিম বলেন, ‘আমাদের ধারণা ছিল এটা (ছাড়পত্র) হয়তো আমরা সামনের সপ্তাহে পাব। সাধারণত এ ক্ষেত্রে দুই-তিন সপ্তাহ লেগে যায়। হামজার বেলায় প্রায় এক মাস লেগেছিল। আলহামদুলিল্লাহ, আজ সকালেই আমরা পেয়ে গেছি। আমাদের কেবল সাত-আটদিন লেগেছে।’
শমিতের জন্ম কানাডায়। বা-মা দুজনই বাংলাদেশি। ফলে হামজা চৌধুরির মতো এই ২৭ বছর বয়সী ফুটবলারেরও পাসপোর্ট পেয়ে যেতে সমস্যা হওয়ার কথা না। বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লীগের ক্লাব ক্যাভলরি এফসিতে খেলছেন শমিত। এর আগে ২০১৬তে কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৭টি ও ২০১৮তে অনূর্ধ্ব-২৩ দলে খেলেছেন ৪টি ম্যাচ। ২০২০-এ কানাডা জাতীয় দলের হয়েও দুটি ম্যাচ খেলেছেন তিনি।