ঢাকা, ২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

৬ গোলের থ্রিলারে ইন্টারের সঙ্গে নাটকীয় ড্র বার্সার

স্পোর্টস ডেস্ক

(১৭ ঘন্টা আগে) ১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১১:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২৯ পূর্বাহ্ন

mzamin

উয়েফা চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনাল প্রথম লেগে অলিম্পিক স্টেডিয়ামে মৌসুমের রেকর্ডসংখ্যক দর্শকের সামনে দুই দলই টক্কর দিয়েছে সেয়ানে সেয়ানে। তাতে বার্সেলোনা-ইন্টার মিলান নব্বই মিনিটের লড়াইটা শেষ হয়েছে ৩-৩ স্কোরলাইনে। যে লড়াইটা ফুটবলপ্রেমিদের মনে গেঁথে থাকার কথা অনেক অনেক দিন। চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালে এত বেশি গোলের ড্র ম্যাচ ১৯৯৯ সালের পর আর দেখা যায়নি।

তবে বিপুল সংখ্যক এই দর্শকদের স্তব্ধ করে দিয়ে ৩০ সেকেন্ডেই ইন্টার মিলান এগিয়ে যায়। দৃষ্টিনন্দন ব্যাক হিল গোলে ইতালির ক্লাবটিকে এগিয়ে দেন মার্কাস থুরাম, যা চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম।

২১তম মিনিটে ইন্টার স্কোরলাইন বানিয়ে ফেলে ২-০। প্রথম গোল যিনি বানিয়ে দিয়েছিলেন, এবার সেই ডামপ্রিসই গোলদাতা। তাও চমৎকার এক ওভারহেড কিকে।

দুই গোলে পিছিয়ে পড়েও বার্সেলোনা অবশ্য হতোদ্যম হয়ে পড়েনি। বার্সেলোনার হয়ে ১০০তম ম্যাচ খেলতে নামা ইয়ামাল একের পর এক দৌড়ে ভয় ধরিয়ে দিচ্ছিলেন ইন্টার মিলান রক্ষণে। ২৪তম মিনিটে ইয়ামাল হয়ে ওঠেন অপ্রতিরোধ্য।

ইন্টারের পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক শটে দূরের পোস্ট দিয়ে বল পাঠিয়ে দেন জালে। এমনই চোখে আরাম দেওয়া গোল যে, গ্যালারিজুড়ে ‘ইয়ামাল’ ‘ইয়ামাল’ ধ্বনি শুরু হয়ে যায়।


অবিশ্বাস্যই বটে। চোখ ধাঁধাঁনো এই গোলে একটা রেকর্ডও গড়ে ফেলেন ইয়ামাল। ১৭ বছর ২৯১ দিন বয়সী এই ফরোয়ার্ডই এখন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে সবচেয়ে কমবয়সী গোলদাতা। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পের ১৮ বছর ১৪০ দিন বয়সের রেকর্ড।


ম্যাচের ৩৮তম মিনিটে ফেরান তরেসের গোলে ২-২ সমতা নিয়ে আসে বার্সেলোনা। এই গোলে মূল অবদান রাফিনিয়ার। তাঁর বাড়ানো বলে শুধু পা ছোঁয়াতে হয়েছে তরেসকে। এই অ্যাসিস্টে চ্যাম্পিয়নস লীগে বার্সেলোনার হয়ে এক মৌসুমে গোল অবদানে (গোল+অ্যাসিস্টে ২০টি) লিওনেল মেসিকে স্পর্শ করেছেন রাফিনিয়া।

দুই দল যে ৪ গোল নিয়ে বিরতিতে যায়, তা ২০০০ সালের পর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে সর্বোচ্চ।


দ্বিতীয়ার্ধে ৬৪তম মিনিটে ইন্টার মিলানকে আরেক দফায় এগিয়ে দেন ডামপ্রিস। চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালে কোনো ডাচ ফুটবলারের এক ম্যাচে তিনটি গোলে সংশ্লিষ্টতা এই প্রথম। তবে ডামপ্রিসের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিটের মধ্যেই আবার সমতা নিয়ে আসে বার্সেলোনা।


কর্নার থেকে আসা বল ইয়ামাল ‘ডামি’ করে ছেড়ে দিলে ফাঁকায় পেয়ে যান রাফিনিয়া। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রকেট গতির শটে বল পাঠান জালের দিকে। বল ক্রসবারে লেগে বাইরে চলে আসার সময় ইন্টার গোলকিপার ইয়ান সোমারের পিঠে লেগে জালে প্রবেশ করে। স্কোরলাইন ৩-৩।

শেষ পর্যন্ত এই সমতাতেই শেষ হয় নব্বই মিনিটের গোল। ফাইনালিস্ট নির্ধারণ হবে আগামী সপ্তাহে সান সিরোয় দ্বিতীয় লেগে।


 


 


 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status