ঢাকা, ২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

আইসিসি র‌্যাঙ্কিং

রেকর্ড-গড়া বোলিংয়ে উন্নতি মিরাজের

স্পোর্টস ডেস্ক
১ মে ২০২৫, বৃহস্পতিবার
mzamin

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে দল হারলেও নিজের কাজটা ঠিকঠাকই করে দেখান মেহেদী হাসান মিরাজ। তার রেকর্ড গড়া বোলিংয়ের প্রতিফলন পড়েছে র‌্যাঙ্কিংয়ে। টেস্ট বোলারদের মধ্যে এগিয়েছেন তিনি। পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ গতকাল প্রকাশ করে আইসিসি। চার ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় এখন ২৬তম স্থানে আছেন মিরাজ। চট্টগ্রাম টেস্টেও পাঁচ উইকেট পেয়েছেন মিরাজ। তার পাঁচ উইকেট ও সেঞ্চুরিতে চট্টগ্রামে জিম্বাবুয়েকে ইনিংস ও ১১৩ রানে হারিয়ে সিরিজ সমতায় শেষ করেছেন বাংলাদেশ।  যদিও দ্বিতীয় টেস্টের পারফরমেন্স সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে ভূমিকা রাখেনি। সিলেটে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে শেষের ৫ উইকেট একাই নেন মিরাজ। সফরকারীদের দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারেই আঘাত হানেন তিনি। চমৎকার বোলিংয়ে সেবারও তার শিকার ৫ উইকেট। তৃতীয়বার এক টেস্টে অন্তত ১০ উইকেট পান অভিজ্ঞ অফ স্পিনার। দেশের আর কারও নেই এই কীর্তি। ম্যাচে দুবার করে ১০ উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। মিরাজের নতুন উচ্চতা ছোঁয়ার ম্যাচে অবশ্য বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে দেয় জিম্বাবুয়ে। ওই ম্যাচে তিন উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজার সঙ্গে যৌথভাবে ৬৮তম স্থানে আছেন নাহিদ রানা। এক উইকেট নেওয়া খালেদ আহমেদ দুই ধাপ এগিয়ে এখন ৮৫ নম্বরে। চার বছর পর দেশের বাইরে জিম্বাবুয়ের টেস্ট জয়ে বড় অবদান রাখেন ব্লেসিং মুজারাবানি। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া পেসার দ্বিতীয়ভাগে ধরেন ৬ শিকার। ১৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৫ নম্বরে তিনি, জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবার উপরে। সিলেটে ম্যাচ সেরার পুরস্কার জেতা মুজাবারানির রেটিং পয়েন্ট এখন ৭০৫। জিম্বাবুয়ের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৭০০ রেটিং পয়েন্ট স্পর্শ করলেন তিনি। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৭৯৪ রেটিং পয়েন্টে পৌঁছান প্রয়াত হিথ স্ট্রিক। টেস্ট বোলারদের মধ্যে আগের মতোই সবার উপরে ভারতের জাসপ্রিত বুমরাহ। আর ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি শীর্ষে ইংল্যান্ডের জো রুট। সিলেটে দুই ইনিংসে যথাক্রমে ৫৬ ও ৪৭ রান করে মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে আছেন ৪৮তম স্থানে। দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করে জাকির আলির উন্নতি ১০ ধাপ, আছেন ৫০ নম্বরে। এগিয়েছেন নাজমুল হোসেন শান্তও। দুই ইনিংসে ৪০ ও ৬০ রান করা বাংলাদেশ অধিনায়ক চার ধাপ এগিয়ে আয়ারল্যান্ডের লর্কান টাকারের সঙ্গে যৌথভাবে আছেন ৫২ নম্বরে। ১৪ ও ৩৩ রান করে মাহমুদুল হাসান জয় পাঁচ ধাপ এগিয়ে এখন ৯৫ নম্বরে। দুই ইনিংসেই ফিফটি করা (৫৭ ও ৫৪) জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেট দিয়েছেন বড় লাফ। ৫৪ ধাপ এগিয়ে সতীর্থ ওয়েসলি মাধেভেরের সঙ্গে যৌথভাবে ৯০ নম্বরে আছেন তিনি। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে চূড়ায় ভারতের রবীন্দ্র জাদেজা। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।  ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। পাঁচ উইকেট নিয়েছেন মিরাজ। যা আগামী সপ্তাহের হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে তাদের কয়েকধাপ উন্নতি হবে সেটা বোঝাই যাচ্ছে।    
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status