খেলা
হায়দরাবাদ স্টেডিয়াম থেকে আজহারউদ্দিনের নাম মুছে দেয়ার নির্দেশ
স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, সোমবার
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি স্ট্যান্ড রয়েছে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের নামে। সেই নর্থ প্যাভিলিয়ন স্ট্যান্ড থেকে আজহারউদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট এসোসিয়েশন (এইচসিএ)। এখন থেকে এই গ্যালারির টিকিটেও থাকবে না আজহারউদ্দিনের নাম। শনিবার এইচসিএ-এর নৈতিক কর্মকর্তা ও ন্যায়পাল বিচারপতি ভি ঈশ্বরাইয়া এই নির্দেশনা দেন। তবে এমন সিদ্ধান্তে উচ্চ আদালতে যাবার ঘোষণা দিয়েছেন আজহারউদ্দিন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়, গত ফেব্রুয়ারিতে হায়দরাবাদের লর্ডস ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে নাম পরিবর্তনের বিষয়ে একটি পিটিশন দায়ের করা হয়। সেখানে বলা হয়, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র লঙ্ঘন করে নিজের নামে স্ট্যান্ডের নামকরণ করেছেন আজহারউদ্দিন। ভারতীয় সাবেক এই অধিনায়কের নামটি যুক্ত হবার আগে গ্যালারিটির আগের নাম ছিল আরেক সাবেক তারকা ভিভিএস লক্ষ্মণের নামে। যখন এই নাম পরিবর্তন করা হয় তখন আজহারউদ্দিনই ছিলেন এইচসিএ-এর সভাপতি। এ ব্যাপারে দ্য হিন্দুকে নিজের প্রতিক্রিয়া জানিয়ে আজহারউদ্দিন বলেন, এখানে স্বার্থের কোনো সংঘাত নেই। এ বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না, এত নিচেও নামতে চাই না।
ক্রিকেট দুনিয়া এই অ্যাসোসিয়েশনকে নিয়ে হাসবে। ১৭ বছর ক্রিকেট খেলেছি, তার মধ্যে সম্মানের সঙ্গে প্রায় ১০ বছর অধিনায়ক ছিলাম। হায়দরাবাদে এভাবেই ক্রিকেটারদের সম্মান দেয়া হয়! এটি খুবই দুঃখজনক। আমরা আদালতে যাব।
ভারতের হয়ে ১৯৮৫ থেকে ২০০০ সাল পর্যন্ত ৯৯ টেস্ট ও ৩৩৪টি ওয়ানডে খেলেছেন আজহারউদ্দিন। ভারতকে তিনি তিনটি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন।
২৫ পৃষ্ঠার সেই রায়ে বিচারপতি ঈশ্বরাইয়া বলেন, ‘(নতুন নামকরণের) সিদ্ধান্তটি যেহেতু এইচসিএ-এর সাধারণ সভা দ্বারা অনুমোদিত কিংবা সংশোধিত হয়নি, তাই এটি প্রমাণ করে যে প্রথমে প্রতিপক্ষ (আজহারউদ্দিন) নিজের সীমা অতিক্রম করে নিজেকে সুবিধা দিয়েছেন। পর্যবেক্ষণের ভিত্তিতে এটি পরিষ্কার যে স্বার্থের সংঘাতের একটি সুস্পষ্ট ঘটনা ঘটেছে।’