খেলা
থাকছেন না সিমন্স যাওয়ার আগে দিলেন বার্তা
স্পোর্টস রিপোর্টার, (কলম্বো) শ্রীলঙ্কা থেকে
৫ জুলাই ২০২৫, শনিবার
সিরিজ বাঁচাতে আজ কলম্বোয় জয়ের বিকল্প নেই বাংলাদেশের। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে থাকছেন না দলের প্রধান কোচ ফিল সিমন্স। চিকিৎসার জন্য দু’দিনের ছুটি নিয়ে তিনি ইংল্যান্ডে গেছেন। তবে যাওয়ার আগে দলের জন্য বার্তা দিয়েছেন, বিশেষ করে ব্যাটারদের জন্য তার এই বার্তা বলে জানিয়েছেন দলে ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি বলেন, ‘শেষ ম্যাচ নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। কোচরা আমাদের কিছু তথ্য দিয়েছেন। এমন উইকেটে, যারা সেট হয়, তাদেরই শেষ করতে হবে কারণ নতুন ব্যাটারদের জন্য মানিয়ে নেওয়া কঠিন। তাদের দলে বিশ্বমানের স্পিনার রয়েছে, তাই যারা সেট আছেন, তাদের যতটা সম্ভব লম্বা সময় ধরে ব্যাটিং করতে হবে। আর হাসারাঙ্গার বিপক্ষে, বাঁহাতি ব্যাটারদের যতটা সম্ভব স্ট্রাইক নিতে হবে কারণ ডানহাতি ব্যাটারদের তুলনায় বাঁহাতিদের বিপক্ষে সে ততটা কার্যকর নয়। সুতরাং, এই ধরনের কিছু তথ্য আমাদের দেওয়া হয়েছে, যা আমাদের পরের ম্যাচে সাহায্য করতে পারে।’
এদিকে কলম্বোয় বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, আগামী ৭ই জুলাই আবার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স। যুক্তরাজ্যে গত ফেব্রুয়ারিতে চিকিৎসককে দেখানোর কথা ছিল সিমন্সের। তবে ওই সময় বাংলাদেশ দলের হয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যস্ত থাকায় যেতে পারেননি তিনি। এ বিষয়ে নাফিস বলেন, ‘এবারের অ্যাপয়েন্টমেন্ট কোনোমতেই পরিবর্তন করা সম্ভব ছিল না। সফরের আগেই তিনি বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছিলেন।’
ফর্মহীন লিটন কুমার দাসের খেলা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রথম ম্যাচের একাদশে থাকা এই ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। সবশেষ তার পারফরম্যান্স একেবারেই নড়বড়ে। গুঞ্জন রয়েছে, তার পরিবর্তে আসতে পারেন শামীম হোসেন পাটোয়ারী। যতটুকু জানা গেছে, দুই বা তিনটি পরিবর্তন নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচের একাদশ সাজাতে পারে।
আগামী ৮ই জুলাই পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। এরপর টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নেবে বাংলাদেশ দল।