খেলা
ওপেনার নাঈমকে নিয়ে বাংলাদেশের ওডিআই স্কোয়াড ঘোষণা
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৩ জুন ২০২৫, সোমবার, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

নাঈম শেখ বাংলাদেশের জার্সিতে শেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে। সম্প্রতি বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ), ডিপিএলে রানের দেখা পেয়েছেন। সেই সুবাধেই প্রায় দুই বছর পর আবারও ওয়ানডে সিরিজে ডাক পেলেন বাঁহাতি এ ওপেনার। সোমবার মিরপুরে শ্রীলঙ্কা সিরিজের জন্য লঙ্কানদের বিপক্ষে ১৬ জনের স্কোয়াড দিয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে থাকা নির্বাচক কমিটি।
নির্বাচকরা জানান, সৌম্য সরকারের ইনজুরি সম্পূর্ণভাবে ঠিক না হওয়ায় তাকে দলে রাখা সম্ভব হয়নি। এছাড়া স্কোয়াডে যোগ হয়েছেন পেসার তাসকিন আহমেদ। ফিরেছেন তানভীর ইসলাম, নাঈম শেখ, হাসান মাহমুদ, লিটন দাস ও শামীম হোসেন।
শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশ দল বর্তমানে টেস্ট সিরিজ খেলছে। গলে প্রথম টেস্ট শেষ হওয়ার পর ২৫ই জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর আগামী ২ই জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে হবে ৫ই জুলাই। এরপর ৮ই জুলাই পাল্লেকেলেতে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
শ্রীলঙ্কা সিরিজের বাংলাদেশের ওয়ানডে দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।