খেলা
মেসিদের হারিয়ে শেষ আটে বায়ার্নকে পেলো পিএসজি
স্পোর্টস ডেস্ক
১ জুলাই ২০২৫, মঙ্গলবার
ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারলো না ইন্টার মায়ামি। রোববার ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের ক্লাবটি। অন্য ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে ইউরোপের আরেক জায়ান্ট বায়ার্ন মিউনিখও। কোয়ার্টার ফাইনালে পরস্পর মুখোমুখি হবে বায়ার্ন-পিএসজি। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ জুড়ে ৬৭ শতাংশ বল নিজেদের পায়ে রাখা পিএসজি গোলের দিকে ১৯টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৯টি। আর মায়ামির ৮টির মধ্যে ৩টি শট থাকে লক্ষ্যে। ম্যাচের ষষ্ঠ মিনিটে হেড থেকে দলকে এগিয়ে নেন জোয়াও নেভেস। ৩৯তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন এই পর্তুগিজ মিডফিল্ডার। ৪৪তম মিনিটে দিজিরে দুয়ের ডানপ্রান্তের ক্রসে এক প্রতিপক্ষকে আটকাতে গিয়ে নিজেই বল জালে জড়িয়ে দেন মায়ামির টমাস আভিলেস। এরপর যোগ করা তৃতীয় মিনিটে জটলার ভেতর থেকে দলের শেষ গোলটি করেন আশরাফ হাকিমি। গোলকিপারসহ তিন মায়ামি খেলোয়াড়ের সামনে থেকে হাকিমির নেয়া শট গিয়ে লাগে গোলপোস্টে। ফিরতি বলে লক্ষ্যভেদ করেন এই মরোক্কান ডিফেন্ডার। বিরতির আগ পর্যন্ত মায়ামির দুই সুপারস্টার মেসি আর লুইস সুয়ারেজ ছিলেন নিষ্প্রভ। এর সময়ের মধ্যে এই জুটি গোলের দিকে একটি শটও নিতে পারেননি। মাঠে ফিরে ৫১তম মিনিটে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের প্রথম শট প্রেতিহত হয় পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার পায়ে লেগে। দ্বিতীয়ার্ধে তুলনামূলক গোছানো ফুটবল খেললেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোচ হাভিয়ের মাসচেরানোর দল। এতে এই টুর্নামেন্টের সর্বকালের সেরা গোলদাতার রেকর্ডটি অক্ষুন্ন থাকলো ক্রিস্টিয়ানো রোনালদোর। ক্লাব বিশ্বকাপে ৮ ম্যাচে ৭ গোল করে এই তালিকার সবার উপরে এই পর্তুগিজ অধিনায়ক। ৬টি করে গোল আছে মেসিসহ করিম বেনজেমা, লুইস সুয়ারেজ আর গ্যারেথ বেলের। ম্যাচের পর মেসির জার্সি থেকে শুরু করে শর্টস ও বুট জোড়াও নিয়ে গেছেন বার্সেলোনা ও পিএসজিতে তার সাবেক সতীর্থ উসমান দেম্বেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরে সেগুলোর ছবি তুলে স্টোরিতে দেন এই ফরাসি ফরোয়ার্ড। ম্যাচ শেষে প্যারিসিয়ানদের কোচ লুইস এনরিকে বলেন, ‘আমাদের ক্লাবের জন্য স্পষ্টতই এটি ঐতিহাসিক মৌসুম এবং এই টুর্নামেন্টেও জিতে আমরা ইতিহাস গড়তে চাই।’ শেষ ষোলোর অন্য ম্যাচে ব্রাজিলিয়ান চমক ফ্ল্যামেঙ্গোকে ছিটকে দিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা জয় তুলে নিয়েছে ৪-২ গোলে। ষষ্ঠ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মান জায়ান্টরা। পরে জোড়া গোল করেন হ্যারি কেইন। এক পর্যায়ে ফ্ল্যামেঙ্গো ম্যাচের স্কোরলাইন ৩-২ করে ফেললেও আরও এক গোল দিয়ে শেষ হাসি হাসে বায়ার্নই। কোয়ার্টার ফইনালে আগামী শনিবার রাত ১০টায় মুখোমুখি হবে বায়ার্ন ও পিএসজি।