ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

যে কারণে সব জায়গা থেকে নিজেকে গুটিয়ে নেন পান্ত

স্পোর্টস ডেস্ক

(২৩ ঘন্টা আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ৪:২৯ অপরাহ্ন

mzamin

সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন ভারতীয় তারকা ঋষভ পান্ত। ইংল্যান্ড সফরের প্রথম টেস্টে দল হারলেও এই উইকেটকিপার-ব্যাটার দুই ইনিংসেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জানা গেল, সাম্প্রতিক এই ব্যাটিং ফর্মের পেছেন পান্তের কয়েক মাস আগের একটি সিদ্ধান্তের বেশ বড়সড় ভূমিকা রয়েছে।

টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫-এর মার্চে নিজেকে হোয়াটসঅ্যাপসহ যাবতীয় সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেন পান্ত। এমনকি বেশিরভাগ সময় বন্ধ রাখতেন নিজের মুঠোফোনও। তখন এই ২৭ বছর বয়সী তারকা নিজের পুরোটা সময় কাটান অনুশীলনে। কোচ, ট্রেইনার বা পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে হলে তবেই অল্প সময়ের জন্য নিজের মোবাইল চালু করতেন তিনি। বাকিটা সময় একান্তেই কাটান মাঠে আর জিমে। এর পেছনের কাহিনী জানতে হলে যেতে হবে গত বছরের ডিসেম্বরে।  বোর্ডার-গাভাস্কার ট্রফির মেলবোর্ন টেস্টে বেশ কয়েকটি ‘যেমন খুশি তেমন শট’ খেলেন পান্ত। এক পর্যায়ে স্কট বোল্যান্ডকে স্কুপ করতে গিয়ে ধরা পড়েন নাথান লায়নের হাতে। তখন ধারাভাষ্যে থাকা ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার তাকে তিনবার ‘স্টুপিড’ বলে সম্বোধন করেন। পরে তিনি আরও বলেন, ‘ভারতের নয়, পান্তের উচিত অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে যাওয়া।’ এই ঘটনা জন্ম দেয় অনেক আলোচনা-সমালোচনার। এরপর যখন শেষ চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে বেঞ্চে বসে কাটাতে হলো, তখনই পান্ত সিদ্ধান্ত নেন যে মোবাইল ফোন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপগুলো ডিলিট করে ফেলবেন। যেই ভাবা সেই কাজ। এরপর থেকে শুধু প্রয়োজনেই মোবাইল চালু করতেন পান্ত। এ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে ভারতের সাবেক স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই বলেন, ‘বর্তমানে ঋষভ নিজের ফিটনেসের ওপর যথেষ্ট খেয়াল রাখে। নিজেকে পরিবর্তন করতে সে অক্লান্ত পরিশ্রম করেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে বেঞ্চে থাকার সময় যথেষ্ট অনুশীলন করে। পান্ত অবসরে আমাকে নিয়ে জিমে যেত। আমাকে শুধু একটি কথাই বলত যে, নিজের ওপর আরও বেশি কাজ করতে হবে।’

নিজেকে ঝালিয়ে নিয়ে লাল বলে দুর্দান্তভাবে ফিরেছেন ঋষভ পান্ত। হেডিংলি টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৩৪ ও ১১৮ রান করে সবকিছুর জবাব তিনি মাঠেই দেন। প্রথম ইনিংসের সেঞ্চুরিতে ডিগবাজি দিয়ে উদযাপনের পর দ্বিতীয় ইনিংসের শতকেও তার থেকে ডিগবাজি আশা করছিলেন গাভাস্কার। যদিও শেষ পর্যন্ত রানের পাহাড় গড়েও পাঁচ উইকেটে হেরে যায় ভারতীয়রা। সিরিজের দ্বিতীয় টেস্ট এজবাস্টনে শুরু হবে আগামী ২রা জুলাই।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status