খেলা
ভারতের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা
স্পোর্টস ডেস্ক
(৭ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১:০৬ অপরাহ্ন

চলতি বছরের আগস্টে সাদা বলের দু’টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে আড়াই মাস আগে ঘোষিত পূর্ণাঙ্গ সূচির সিরিজটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে সোমবার ৬ ঘন্টারও বেশি সময় ধরে চলা পরিচালনা পরিষদের সভায় এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফরসূচির অংশ হিসেবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ই আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতের। সূচি মোতাবেক, ১৭ই আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলার কথা সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। বিসিবির সভায় অন্যান্য আলোচনার মধ্যে ছিল এই ভারতের সফর প্রসঙ্গও। সভাপতি জানান, এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে ইতিবাচক আলোচনা চলমান। বুলবুল বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা চলছে। খুব শীঘ্রই হয়তো আমরা জানাতে পারব (সিরিজটি নিয়ে) কী হচ্ছে। ইতিবাচক আলোচনাই হচ্ছে।’ বিসিবি সভাপতির কাছে জানতে চাওয়া হয় যে, জুলাই গণ-অভ্যুত্থানের পর বদলে যাওয়া পরিস্থিতির কারণে ভারতীয় দল এ সফরে সংকোচবোধ করছে কি না। পরিষ্কারভাবে কিছু না জানালেও সফরের অনিশ্চয়তার দিকটি উঠে আসে সভাপতির কন্ঠে। তিনি বলেন, ‘আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু নয়। আলোচনা চলছে কীভাবে সিরিজটা আমরা করতে পারি। যদি কোনো কারণে তারা এই মুহূর্তে (আগস্টে) আসতে না পারে, কোনো কারণে.. আলোচনা এখনও শেষ হয়ে যায়নি। তাহলে সম্ভাব্য পরবর্তী উইন্ডোতে সিরিজটি হবে।’ বিসিবি থেকে সিরিজটি আয়োজনে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে জানিয়ে বুলবুল আরও বলেন, ‘না (সিরিজটি পরে করার কোনো প্রস্তাব দেয়নি ভারত).. আলোচনা চলছে। আমাদের উইন্ডো খালি রেখেছি। আমরা চেষ্টা করব ওই সময়টায় (আগস্টে) করার। এই মুহূর্তে আমরা এর বেশি কিছু বলতে পারছি না। তবে তারা খুবই পেশাদার ও কো-অপারেটিভ।’
রাজনৈতিক নানাবিধ কারণে দীর্ঘদিন ধরেই পাকিস্তান সফরে যায় না ভারতীয়রা, তেমনি পাকিস্তানও যায় না ভারতে। যুদ্ধাবস্থার পর দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েই আছে,। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও স্বাগতিক পাকিস্তানে যেতে বেকে বসায় টুর্নামেন্ট আয়োজন করতে হয় হাইব্রিড মডেলে। এক্ষেত্রে বিসিসিআই বারবারই বলে আসছে যে তাদের সরকারের পক্ষ থেকে অনুমতি পাওয়া যায়নি। বাংলাদেশ সফরের জন্য একই অপেক্ষায় আছে ভারতীয় বোর্ড। এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘এটি (আগস্টে) নির্ধারিত ছিল। তবে তাদের জাতীয় দল ছাড়া অন্যান্য দল নিয়ে কিছু কনসার্ন আছে। তাদের জাতীয় দল এখন ইংল্যান্ডে আছে। সরকারের পক্ষ থেকে কিছু সিদ্ধান্তের অপেক্ষায় আছে তারা। তাদের অনূর্ধ্ব-২৩ দল শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। সেটিও স্থগিত আছে। তবে আমাদের সঙ্গে যে পর্যায়ে আলোচনা হয়েছে, আমরা এখনও আশাবাদী।’