খেলা
অফিশিয়ালি ‘ক্যাপ্টেন কুল’ নামের ট্রেডমার্ক পেতে যাচ্ছেন ধোনি
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২:০৭ অপরাহ্ন

যেই নামে তিনি ক্রিকেট বিশ্বের কাছে সুপরিচিত, সেটি আনুষ্ঠানিকভাবেই নিজের করে নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। কঠিন চাপের মধ্যে থেকেও ভারতকে একসময় যেভাবে ম্যাচ জিতিয়েছেন, তাতে ভক্তরা তাকে উপাধি দিয়েছে ‘ক্যাপ্টেন কুল’। এবার নামটিকে নিজের ট্রেডমার্ক বানিয়ে নিয়েছেন ভারতের এই সাবেক অধিনায়ক।
জানা যায়, ২০২৩-এর জুনে ক্যাপ্টেন কুল নামটি নিজের ট্রেডমার্ক বানাতে আবেদন করেন ৪৩ বছর বয়সী ধোনি। খেলাধুলার অনুশীলন, কোচিং ও ট্রেনিং সেন্টারের জন্য নামটির স্বত্বাধিকার চান তিনি। তবে তখন তাকে জানানো হয়, ২০২১-এর জুলাইয়ে প্রভা স্কিল স্পোর্টস প্রাইভেট লিমিটেড (ওপিসি) নামের একটি অনলাইন গেমিং ও গেমিং সার্ভিসের জন্য ক্যাপ্টেন কুল নামটি ট্রেডমার্ক পেতে আবেদন করে। এর বিরুদ্ধে ধোনি আপত্তি জানান এবং একে তার ব্র্যান্ডের অপব্যবহারের জন্য ‘অসৎ উদ্দেশ্যপূর্ণ চেষ্টা’ বলে উল্লেখ করেন। প্রায় চারটি শুনানি শেষে ট্রেডমার্ক রেজিস্ট্রি গত ১৬ই জুন ধোনির আবেদন গ্রহণ করেছে। নাম প্রকাশের ১২০ দিনের মধ্যে যদি কোনো আপত্তি না ওঠে তবে এখনকার ধোনির ট্রেডমার্কটিই মঞ্জুর বলে গৃহিত হবে। ভারতের ট্রেডমার্কস নিবন্ধন পোর্টালের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে। সংবামাধ্যমটি জানিয়েছে, ধোনির সঙ্গে নামটি চূড়ান্ত অনুমোদন পাবার আগে যদি কেউ এর বিরোধিতা করতে চান, সেই সুযোগ করে দিতেই এটি প্রকাশিত হয়েছে। কেউ চ্যালেঞ্জ না জানালেই আনুষ্ঠানিকভাবে এই নাম নিজের সঙ্গে ব্যবহারের স্বত্বাধিকার পাবেন ধোনি। সংবাদমাধ্যমটিতে ধোনির আইনজীবী মানসী আগারওয়াল বলেন, ‘ট্রেডমার্ক আইনে সম্প্রতি এক অগ্রগতির কথা জেনে আমি খুশি। একজন ব্যক্তির খ্যাতি আর মানুষের মনে গড়ে ওঠা স্বাতন্ত্র্যবোধ কীভাবে আইনি বাধা অতিক্রম করতে পারে, এটি তারই প্রমাণ।’
যদিও মানসী জানিয়েছেন কাজটি মোটেই সহজ ছিল না। ধোনির পক্ষ থেকে প্রথমবার এই আবেদনের পর ভারতের নিবন্ধন অফিস থেকে ট্রেড মার্কস আইনের ১১(১) অনুচ্ছেদের অধীনে আপত্তি জানানো হয়। তবে এই ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের আইনজীবী যুক্তি দেন, ক্যাপ্টেন কুল নামটি ধোনির নামের সঙ্গে সম্পর্কযুক্ত। যেহেতু এটি খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত হবে, তাই মানুষের বিভ্রান্তির সুযোগ নেই। শেষ পর্যন্ত ধোনির আইনজীবীদের এই দাবিতে সম্মতি প্রকাশ করে ট্রেড মার্ক নিবন্ধন অফিস। তারা মনে করে যে এটি শুধু নাম নয়, বরং ধোনির বাণিজ্যিক ইমেজের সঙ্গেও নামটি নিবিড়ভাবে জড়িত।