খেলা
একাই লড়লেন উইলিয়ামস, সেঞ্চুরিতে গড়লেন রেকর্ড
স্পোর্টস ডেস্ক
(১৯ ঘন্টা আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ের সফরের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বুক চিতিয়ে একাই লড়লেন শন উইলিয়ামস। বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিন রোববার সবগুলো উইকেট হারিয়ে স্বাগতিকরা তুলতে পারে ২৫১ রান, তার মধ্যে ১৩৭ রানই উইলিয়ামসের। ১৬৪ বলের এই ইনিংসে দুর্দান্ত এক কীর্তিও গড়েছেন এই জিম্বাবুইয়ান তারকা ব্যাটার।
৯ উইকেটে ৪১৮ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে দেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিক দল। প্রথম ওভারের পঞ্চম বলে রানের খাতা না খুলেই ফিরে যান তাকুদওয়ানাশে কাইতানো। ইনিংসের পঞ্চম ওভারের মধ্যে ফেরেন তিনে নামা নিক ওয়েলচ। আরেক ওপেনার ব্রায়ান বেনেট শুরুটা ভালো করলেও ভাগ্য সহায় হয়নি। ষষ্ঠ ওভারে কিনা মাফাকার বলে হুক করতে গিয়ে হেলমেটে আঘাত পান তিনি। ফিজিও এলে সেবা নিয়ে তিনটি বল খেলতে পারেন বেনেট। পরে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান এই ডানহাতি ব্যাটার। তার কনকাশন সাব হিসেবে পরে নামানো হয় প্রিন্স মাসভাউরকে। চতুর্থ উইকেটে ক্রেইগ আরভিনকে ৯১ রানের জুটি গড়েন উইলিয়ামস। ব্যক্তিগত ৩৬ রানে জিম্বাবুয়ের অধিনাক আরভিন ফিরলে একাই লড়াই চালিয়ে যান ৩৮ বছর বয়সী উইলিয়ামস।
অষ্টম উইকেট হিসেবে আউট হবার আগে ১৬টি চারের মারে খেলেন ১৩৭ রানের ইনিংস। বাঁহাতি এই ব্যাটারের লাল বলে ষষ্ঠ সেঞ্চুরি এটি। জিম্বাবুয়ের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকানায় গ্রান্ট ফ্লাওয়ার ও ব্রেন্ডন টেইলরের সঙ্গে যৌথভাবে দুইয়ে উঠে এসেছেন উইলিয়ামস। ৬৩ টেস্টে তাদের দ্বিগুণ সেঞ্চুরিতে এই তালিকায় সবার উপরে গ্রান্ট ফ্লাওয়ারের বড় ভাই অ্যান্ডি ফ্লাওয়ার। তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করতে যথাক্রমে ৬৭ ও ৩৪টি ম্যাচ খেলেন গ্রান্ট ও টেইলর। সেখানে উইলিয়ামস খেললেন কেবল ২১ ম্যাচ। টেস্টে ৯ ইনিংস পর শতকের দেখা পেলেন তিনি। এর আগের সেঞ্চুরিটি গত ডিসেম্বরে এই বুলাওতেই পান উইলিয়ামস। আফগানিস্তানের বিপক্ষে সেবার তিনি খেলেন ১৫৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। ২০২০ থেকে জিম্বাবুয়ের ব্যাটারদের সেঞ্চুরি হাঁকিয়েছেন ১০টি, তার মধ্যে ৫টিই উইলিয়ামসের।