খেলা
জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট নীলফামারী পৌরসভা দল চ্যাম্পিয়ন
নীলফামারী প্রতিনিধি
১ জুলাই ২০২৫, মঙ্গলবার‘জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর শিরোপা জিতেছে নীলফামারী পৌরসভা দল। নীলফামারী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অংকুর সীড অ্যান্ড হিমাগার লিমিটেড, ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ও সেলিম ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় সৈয়দপুর উপজেলা পরিষদ দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নীলফামারী পৌরসভা দল। প্রধান অতিথি হিসেবে রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সাঃ) ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সাইদুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহযোগী প্রতিষ্ঠানের পক্ষে আহম্মেদ নাহিম আখতার, ব্লিং লেদারের জিএম খালেদ আহসান, জিপি এ্যাড. আবু মোহাম্মদ সোয়েম উপস্থিত ছিলেন। জনাকীর্ণ নীলফামারী বড়মাঠে ফাইনালে নীলফামারী জেলার কৃতি ফুটবলার ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত খেলোয়াড় আলামিন ও সাবেক খেলোয়াড় দীপক রয়, আবু সাইদ, মাতিয়াছ বাবলু ছাড়াও গাম্বিয়ান খেলোয়াড় ইফসুফ বাম্বা অংশ নেন। নীলফামারী শহরের বাবুপাড়া নিবাসী মরহুম সেলিম আহমেদ এর নিজ হাতে গড়া প্রতিষ্ঠান নীলফামারী অংকুর সীড এন্ড হিমাগার লিঃ ও ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড এলাকার আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি করেছে। এছাড়া নিউইয়র্ক ও বাংলাদেশে গঠিত সেলিম ফাউন্ডেশন-ইনক দীর্ঘ দিন থেকে নীলফামারী জেলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ছাড়াও ক্রীড়াঙ্গনে অবদান রেখে সুনাম কুড়িয়েছেন সেলিম ফাউন্ডেশনের কর্ণধার হাসানুজ্জামান হাসান ও নাওয়াল হাসান।