ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে বেশি বেশি টেস্ট খেলার পরামর্শ ক্লাসেনের

স্পোর্টস ডেস্ক
৫ জুলাই ২০২৫, শনিবার
mzamin

ক’দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। ৩৩ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটার ক্রিকেটীয় সংবাদমাধ্যম ক্রিকবাজকে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেট ক্যালেন্ডারে যেটা পরিবর্তন আনা উচিত তা হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজগুলো বাদ দেয়া। তার বদলে বেশি বেশি টেস্ট ম্যাচ খেলতে দেয়া উচিত।’ হেনরিখ  বলেন, ‘বিশেষ করে যেসব দল টেস্ট খেলার সুযোগ কম পায় তাদের জন্য। আর টি-টোয়েন্টি ম্যাচ আরও বেশি হওয়া উচিত, কারণ মানুষ এটিই দেখতে চায়। ওয়ানডে বিশ্বকাপটা রাখাই যেতে পারে, আর বিশ্বকাপের ঠিক আগের মাসে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে, যাতে সবাই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে পারে।’ সাম্প্রতিক সময়ে ক্লাসেন ছাড়াও আরও অনেক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন। ক্রিকেটারদের দলের প্রতি এ অনীহার কারণ সম্পর্কে ক্লাসেন বলেন, ‘এই ফরম্যাটে খুব বড় কোনো পরিবর্তনের দরকার নেই। আসল সমস্যাটা আন্তর্জাতিক দলগুলোর মধ্যে। যদি তারা তাদের আন্তর্জাতিক ক্রিকেটারদের ভালোভাবে যত্ন না নেয়, তাহলে এই খেলোয়াড়রা অতিরিক্ত আয়ের জন্য বিভিন্ন লীগে চলে যাবে। যদি অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের খেলোয়াড়দের দেখেন, তারা ভালোভাবে যত্ন পায়, তাই তাদের বিশ্বজুড়ে ঘুরে ঘুরে এসব লীগ খেলার প্রয়োজন পড়ে না।’
ক্লাসেন বলেন, ‘আমি মনে করি না, সব লীগ আর সব ফরম্যাট খেলাটা খেলোয়াড়দের জন্য টেকসই। আপনি দেখবেন, খেলোয়াড়রা কিছু নির্দিষ্ট ফরম্যাটকে বেশি গুরুত্ব দেবে। যারা সব ফরম্যাটে খেলে, তারা লিগ খেলতে পারবে না, আর আন্তর্জাতিক দলের হয়ে সব ফরম্যাট খেলতেও পারবে না। কারণ তারা শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়বে।’ ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্লাসেনের। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ টি-টোয়েন্টি আর ৭টি টেস্ট খেলেছেন তিনি । ২০২৩ ওয়ানডে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এ বছরের চ্যাম্পিয়নস ট্রফিতেও দক্ষিণ আফ্রিকা দলের সদস্য ছিলেন তিনি। হেনরিখ ক্লাসেন অবসরের আগপর্যন্ত আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেন ৬০টি। যেখানে তার সংগ্রহ ২১৪১ রান।    

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status