খেলা
শতভাগ জয় দিয়েই উদ্যাপন করতে চায় মেয়েরা
স্পোর্টস রিপোর্টার
৫ জুলাই ২০২৫, শনিবার
এবারের আগে ২০১৪ ও ২০২২ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ নারী দল। দুই বারে পাঁচ ম্যাচে একটিও জয় পায়নি মেয়েরা। উল্টো হজম করে ২৫ গোল। সেই তিক্ততা ভুলে এবার নতুন ইতিহাস লিখেছে আফঈদা-ঋতুপর্ণারা। গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই তারা জায়গা করে নিয়েছে নারী এশিয়ান কাপের মূল পর্বে। তবে এশিয়ান কাপের মূল পর্বের মঞ্চে ওঠার উচ্ছ্বাসে ভেসে যাওয়া নয়, জয়ের হাসি দিয়ে বাছাই শেষ করতে চায় মেয়েরা। আজ মিয়ানমারের ইয়াংগুনে বাছাইয়ের ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
গ্রুপের দুই শক্তিশালী দল বাহরাইনকে ৭-০ গোলে এবং স্বাগতিক মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলা বাংলাদেশ নিশ্চিত করেছে আগেই। এবারের প্রতিপক্ষ গ্রুপের তলানির দল তুর্কমেনিস্তান। তবে প্রতিপক্ষকে তারা মোটেও হালকাভাবে নিচ্ছেন না বলে জানালেন দলটির গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। গতকাল বাফুফে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাট কিছু চোট সমস্যা আছে, কোচ ওই সকল খেলোয়াড়দের রিকভারি করার সময় দিয়েছে এবং বাকিদের নিয়ে আমরা কাজ করেছি। আগামীকালের (আজকের) ম্যাচ নিয়ে মেয়েরা খুবই সিরিয়াস এবং মনোযোগী। আমরাও তাদের প্রতিনিয়ত বলছি, আমাদের বাছাই এখনও শেষ হয়নি এবং যেহেতু উদযাপন করিনি, ইনশাল্লাহ আগামীকালের (আজকের) ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই।’ ইতিহাস গড়ে বাঁধনহারা উদযাপনে মেয়েরা মাতেনি বটে, তবে অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির কণ্ঠে ঠিকই মিললো উচ্ছ্বাসের ছোঁয়া। গতকাল অনুশীলনের ফাঁকে এই ডিফেন্ডার বলেন, ‘এই আনন্দ আসলে বলে বোঝানোর মতো নয়। বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসে এই প্রথম এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, এটা খুবই আনন্দের। গর্ববোধ করছি। দেশের মানুষ আমাদের অনেক সমর্থন দিয়েছে।
দলের পরিস্থিতি খুবই ভালো। সবাই খুব ফুরফুরে মেজাজে আছে। আজ ভালোই অনুশীলন করলাম। আগামীকাল আমাদের শেষ ম্যাচ, এ ম্যাচের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ এশিয়ান কাপের মূল পর্ব আগামী মার্চে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। সেরা ছয় দলের মধ্যে থাকলে মিলবে ২০২৭ বিশ্বকাপে খেলার সুযোগ। কাজটা সহজ নয় মোটেও। তবে আফঈদা দেখছেন বড় স্বপ্ন- বাংলাদেশকে দেখতে চান ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে। এ নিয়ে নারী ফুটবল দলের অধিনায়ক বলেন, ‘সমর্থকদের বলবো, সবাই যেভাবে আমাদের সমর্থন করছেন, সেভাবেই সাপোর্ট করবেন। আমরা যেন আরও এগিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। দলকে আমি বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই। যেহেতু আমাদের সামনে সুযোগটা আসছে, আমরা অবশ্যই চেষ্টা করবো সুযোগ কাজে লাগাতে।’ গ্রুপে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে মিয়ানমার। বাহরাইন এগিয়ে ৩৬ ধাপ। মাঠের খেলায় এই দুই দলকে খুব একটা পাত্তা দেয়নি বাংলাদেশের মেয়েরা। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৩ ধাপ পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানকে সমীহ করছেন বাংলাদেশ অধিনায়ক। তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আফঈদা বলেন, ‘ওরা বাহরাইনের সঙ্গে ড্র করেছে। আমাদেও সর্তক হয়ে খেলতে হবে। আমরা শতভাগ জয় নিয়ে উদ্যাপনটা করতে চাই।