খেলা
কাবরেরার পদত্যাগ চাওয়া শাহীনকে বাফুফে’র কমিটি থেকে অব্যাহতি
স্পোর্টস রিপোর্টার
৫ জুলাই ২০২৫, শনিবার
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চাওয়া বাফুফের নির্বাহী কমিটির সদস্য শাখাওয়াত হোসেন শাহীনকে ন্যাশনাল টিমস কমিটি থেকে অব্যাহতি দিয়েছে বাফুফে। গতকাল বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠি পেয়েছেন শাহীন। শাহীনকে অব্যাহতি দেওয়া চিঠিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ নেই। নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি ফুটবল উন্নয়নে সম্পৃক্ত থাকবেন এমন কথা লেখার পাশাপাশি জাতীয় দল কমিটি থেকে অপসারণের বিষয়টি রয়েছে। প্রায় সাড়ে তিন বছর ধরে বাংলাদেশ পুরুষ ফুটবলের দায়িত্বে আছেন হাভিয়ের কাবরেরা। এ সময়ে বিদেশি কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে দায়িত্বে থাকার রেকর্ড গড়েছেন এই স্প্যানিশ কোচ। কিন্তু সমর্থকদের মুখে খুব একটা হাসি ফোটাতে পারেননি। তার অধীনে এ পর্যন্ত ৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র আট ম্যাচে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। কাবরেরার অধীনে ২০২৩ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ছাড়া উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। হামজা চৌধুরী, শমিত সোমের মতো ফুটবলার যুক্ত হওয়ার পরও কাবরেরার পরীক্ষা-নিরীক্ষা ও কৌশলের ভুলের কারণে কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না বাংলাদেশ ফুটবল দল। এমনটাই মনে করেন দেশের সাবেক ফুটবলাররা। দিনের পর দিন ফুটবলের উন্নতির কথা বলে নিজের বেতন বাড়ালেও ভালো ফলাফল এনে দিতে পারছেন না এই স্প্যানিশ কোচ। দল গঠনেও স্বেচ্ছাচারিতা দেখানোর অভিযোগ
আছে কাবরেরার বিরুদ্ধে। সবশেষ সিঙ্গাপুর ম্যাচেও তার দল নির্বাচন নিয়ে সমালোচনা হয়েছে। তখনই বাফুফের এক সংবাদ সম্মেলনে কাবরেরার পদত্যাগ চেয়েছিলেন শাহীন। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি বাফুফের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্ট্যান্ডিং কমিটি। বাফুফে’র গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় দল কমিটিতে একজন চেয়ারম্যান, একজন ডেপুটি চেয়ারম্যান ও সাতজন সদস্য থাকবেন। সেখানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গঠনতন্ত্রের বাইরে গিয়ে ১২ জনের কমিটি তৈরি করেন। ওই কমিটির একজন সদস্য ছিলেন শাহীন। গতকাল তাকে অব্যাহতি দেওয়ার পর এখন কমিটিতে ১১ জন রয়েছেন। চিঠিতে উল্লেখ না থাকলেও শোনা যাচ্ছে কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে শাহীনকে অব্যহতি দিয়েছেন তাবিথ। যদিও শাহীনের আগে বাফুফের কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ রয়েছে আরও দুই নির্বাহী সদস্য টিপু সুলতান ও মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে। টিপু সুলতান ফেডারেশন কাপে রহমতগঞ্জ-বসুন্ধরা কিংসের ম্যাচ রেফারি ছিনতাই করেছে বলে গণমাধ্যমে মন্তব্য করেছিলেন। আর নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বাটলার-সাবিনাদের দ্বন্দ্বের সময় বলেন কোচ বাটলারকে না নেওয়ার সুপারিশ করেছিলেন তিনি। কিন্তু ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তারা জরুরি কমিটির সভায় কোচের চুক্তি নবায়ন করেছে। কিরণের এই মন্তব্য গোপীনয়তা ভঙ্গের শামিল। পাশাপাশি ফেডারেশনের সিদ্ধান্তের সঙ্গে একমত না হওয়ারও বহিঃপ্রকাশ। শাহীনকে জাতীয় দল কমিটি থেকে অব্যাহতি দিলেও টিপু সুলতান ও কিরণের ব্যাপারে বাফুফেকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি এখন পর্যন্ত।