খেলা
টি-টোয়েন্টিতে বাদ শান্ত, ফিরলেন নাঈম-সাইফউদ্দিন
স্পোর্টস রিপোর্টার
৫ জুলাই ২০২৫, শনিবারশ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেন নাঈম শেখ। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের দলেও আছেন তিনি। গেলো বিপিএল ও এনসিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই বাঁহাতি ব্যাটার। আর গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন সাইফউদ্দিন। এছাড়া চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে স্কোয়াডে অর্ন্তভুক্ত করা হয়েছে। আছেন নাসুম আহমেদ ও শরীফুল ইসলামও। এ বছরের শুরুতে টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শান্ত। এরপর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে দলে ছিলেন। তবে ৬ ম্যাচে মাত্র ১টিতেই একাদশে জায়গা পান তিনি। টি-টোয়েন্টিতে সর্বশেষ ২১ ইনিংসে কোনো ফিফটি না পাওয়া শান্ত এবার স্কোয়াড থেকেও ছিটকে গেলেন। সর্বশেষ সিরিজে থাকা সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদও এবার স্কোয়াডে নেই। ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ মাঠে নামা নাঈম আছেন ওয়ানডে সিরিজের দলেও। গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন সাইফউদ্দিন।
ক্যান্ডিতে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১০ই জুলাই। ১৩ই জুলাই ডাম্বুলা ও ১৬ই জুলাই শেষ ম্যাচ হবে হবে কলম্বোতে। প্রত্যেক ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
বাংলাদেশের টিুটোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।