খেলা
বাংলাদেশের হারের রাতেও ম্যাচসেরা সাকিব
স্পোর্টস ডেস্ক
(১২ ঘন্টা আগে) ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ১০:২৯ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার রাতে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় হার দেখলো বাংলাদেশ। একইরাতে গ্লোবাল সুপার লীগে দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচে বাজিমাত করলেন সাকিব আল হাসান। জিতেছেন ম্যাচসেরার পুরুস্কারও।
গতকাল শ্রীলঙ্কার ক্যান্ডিতে ১৫৪ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। বিপরীতে এক অভার হাতে রেখেই সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। অন্যদিকে গ্লোবাল সুপার লীগে দুবাই ক্যাপিটালস শেষ মুহূর্তে সাকিব আল হাসানকে দলে টানে। নতুন দলে তাই বরাবরের মতোই নিজের সুযোগ কাজে লাগান এ বিশ্বসেরা অলরাউন্ডার। নিজেদের প্রথম ম্যাচে প্রভিডেন্সে সেন্ট্রার ডিস্ট্রিক্টসের বিপক্ষে ব্যাটে-বলে জাদু দেখান ৩৮ বছর বয়সী সাকিব।
বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে দুবাইয়ের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১৬৫ রানে। যেখানে ৩৮ বলে সাকিবের অপরাজিত ৫৮ রানের ছাপ ছিল স্পষ্ট। দুবাইয়ের ৩১ রানে ২ উইকেট পড়লে সেদিকুল্লাহ অটলের ২৫ বলে ৪১ রানে ঘুরে দাঁড়ায় দুবাই। পরবর্তীতে আফগান ব্যাটার আউট হলে সাকিবের ব্যাটে এগিয়ে যায় দল। অষ্টম ওভারে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব ইনিংস শেষ করেন।
পরে বল হাতে সাকিব নেন ৪ উইকেট। ৪ ওভারে ১ মেইডেন ও ১৩ রান দেন বাঁহাতি এ স্পিনার। প্রথম ওভারে তিন বলে দুই উইকেট নেন। উইল ইয়াং ও ডিন ফক্সক্রফটকে ফেরান তিনি। ওই ওভারে সাকিব কোনও রান দেননি। পরে ১১তম ওভারে জশ ক্লার্কসনকে আউট করেন তিনি। ৭৩ রানে চার উইকেট হারানোর পর ডগ ব্রেসওয়েলকে নিয়ে ৪৩ রানে প্রতিরোধ গড়া উইলিয়াম ক্লার্ককে বোল্ড করেন সাকিব। শেষে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ৮ উইকেটে ১৪৩ রানে আটকে দেয় দুবাই। ২২ রানে জয় পায় সাকিবের দল।