খেলা
শ্রীলঙ্কা সফর
প্রথম টি-টোয়েন্টিতে বড় জয় লঙ্কানদের
স্পোর্টস ডেস্ক
(১০ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১১:১৭ অপরাহ্ন

টেস্ট এবং ওয়ানডে সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করলো বাংলাদেশ। আজ ক্যান্ডির পাল্লেকেলেতে সাদা বলের সীমিত ওভারের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৫৪ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। রান তাড়ায় এক ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। অথচ আগে ব্যাটিংয়ে নেমে দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন চমৎকার শুরু এনে দেন দলকে। পঞ্চম ওভারের শেষ বলে দলীয় ৪৬ রানে আউট হন তানজিদ (১৭ বলে ১৬)। পাওয়ার প্লের পর কেমন যেনো খেই হারিয়ে ফেলে সফরকারীরা। দ্বিতীয় উইকেট হিসেবে ব্যক্তিগত ৬ রানে ফেরেন অধিনায়ক লিটন কুমার দাস। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮ রান করে আউট হন পারভেজ। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নাঈম। শেষ দিকে শামীম হোসেনের ২ ছক্কায় ৫ বলে ১৪ রানের অবদানে দেড়শ পার হয় বাংলাদেশের। স্বাগতিকদের হয়ে ২টি উইকেট নেন মাহীশ থিকশানা।
রান তাড়ায় মোটেই বেগ পেতে হয়নি লঙ্কানদের। উদ্বোধনী জুটিতে থেকে ৭৮ রান এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ১৬ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন নিশাঙ্কা, ৫১ বলে ৭৩ রান করে তৃতীয় উইকেট হিসেবে ফেরেন কুশল। মাঝে কুশল পেরেরা অবদান রাখেন ২৪ রানের। বাকি কাজটা আভিশকা ফার্নান্দোকে নিয়ে সহজেই করে ফেলেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচ গড়াবে আগামী ১৩ই জুলাই, সন্ধ্যা সাড়ে ৭টায়।