খেলা
পেছালো বাংলাদেশ, ৮ বছরে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে ভারত
স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৫, শুক্রবারভারতের সঙ্গে ড্র করে ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছিল বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে হেরে আবার পিছিয়েছেন জামাল ভূঁইয়া- হামজা চৌধুরীরা। একই সঙ্গে গেল ৮ বছরে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে নেমে গেছে ভারত। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গতকাল জাতীয় পুরুষ ফুটবল দলের নতুন র্যাঙ্কিং প্রকাশ করে। যেখানে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮৩ থেকে বাংলাদেশ এখন ১৮৪তম। জুন উইন্ডোতে দু’টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ভুটানকে ২-০ গোলে হারিয়েছিলেন জামালরা। পরবর্তীতে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে ১-২ গোলে সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে। বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারলে র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়ত। গত বছরের জুন থেকে আজ পর্যন্ত মোট আটবার র্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। এ সময়ে বাংলাদেশ ১৮৩তম থেকে ১৮৬তম স্থানে ওঠানামা করেছে। সর্বশেষ র্যাঙ্কিং থেকে বর্তমান র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পয়েন্ট হারিয়েছে ৫.১৫। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৮৯৯.০১। তালিকায় ৯০০.৬২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে ব্রুনাই। বাংলাদেশকে হারিয়ে সিঙ্গাপুর এগিয়েছে দুই ধাপ।
র্যাঙ্কিংয়ে এখন তাদের অবস্থান ১৫৯। গত ২৫শে মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাতে ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছিলেন হামজা চৌধুরীরা। কিন্তু গত ১০ই জুন একই প্রতিযোগিতায় সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে ২-১গোলের হারে র্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সেরা অবস্থান ১১০। ১৯৯৬ সালের ২৪শে এপ্রিল র্যাঙ্কিংয়ে এমন শক্ত অবস্থানে ছিল বাংলাদেশ। ২০১৮ সালে সর্বনিম্ন ১৯৭তম স্থানে নেমে গিয়েছিল । ছয় ধাপ নেমে ভারত এখন রয়েছে ১৩৩ নম্বরে। শেষ আট বছরে এটাই সবচেয়ে খারাপ র্যাঙ্কিং তাদের। ১২৬ থেকে ১৩৩ নম্বরে নেমে গিয়েছে ভারত। ২০১৭ সালের পরে এই প্রথম ১৩০-এর নিচে নামল ভারত। শেষবার কোচ স্টিভেন কনস্ট্যানটাইনের সময়ে ১০০-র মধ্যে র্যাঙ্কিং ছিল ভারতের। ৯৬ নম্বরে ছিল টিম ইন্ডিয়া। শেষ আট বছরে ওটাই সবচেয়ে ভালো পারফরম্যান্স ভারতের।
ফিফা র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে জুনে লিওনেল মেসিরা চিলিকে ১-০ গোলে হারালেও কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করায় পয়েন্ট খুইয়েছে ০.৮। আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট ১৮৮৫.৩৬। র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি।
এরপর যথাক্রমে অবস্থান করছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। উয়েফা নেশন্স কাপে শিরোপাজয়ী পর্তুগাল এক ধাপ এগিয়ে ছয় এবং সাতে নেমে গেছে নেদারল্যান্ডস। আগে থেকেই আটে ছিল বেলজিয়াম। এক ধাপ করে এগিয়ে যথাক্রমে নয় ও দশ নম্বরে উঠে এসেছে জার্মানি ও ক্রোয়েশিয়া।