ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

তুর্কমেনিস্তানকে হারিয়ে তিনে তিন বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

(১৮ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ৭:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৪৯ অপরাহ্ন

mzamin

বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে শুরু। এরপর স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপ নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। এ কারণেই তুর্কমেনিস্তানের ম্যাচটি আফঈদা-ঋতুপর্ণাদের জন্য ছিল স্রেফ নিয়ম রক্ষার। ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে সেই নিয়মরক্ষার ম্যাচে গোল উৎসব করছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে বল জড়িয়েছে সাতবার। তবে, দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি আফঈদারা। এই সাত গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দু’টি করে গোল করেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। একটি করে গোল করেছেন তহুরা খাতুন, মনিকা চাকমা ও স্বপ্না রানী। এ জয়ে গ্রুপ সেরা হিসেবেই এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। বাহরাইনকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে মিয়ানমার। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূল আসর।

বাছাইয়ের শেষটা জয়ে রাঙানোর আশাবাদ মেয়েরা জানিয়েছিল আগেই। শুরুটাও তারা করে সেভাবেই। চতুর্থ মিনিটে শুরু করে গোল উৎসব। তহুরা খাতুনের কাট ব্যাকে বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন স্বপ্না রানী। দুই মিনিট পরই ব্যবধান হয় দ্বিগুণ। সতীর্থের ক্রসে আফঈদার হেড গোলরক্ষক ফেরানোর পর, বক্সে জটলার ভেতর থেকে নিখুঁত টোকায় জালে বল জড়ান শামসুন্নাহার জুনিয়র। ১৩তম মিনিটে আবারো তুর্কমেনিস্তানের জালে বল। ডান দিক থেকে শামসুন্নাহার সিনিয়রের ক্রস ঝাঁপিয়েও নাগাল পাননি গোলরক্ষক, আলগা বল অনায়াসে জালে পাঠান শামসুন্নাহার জুনিয়র। একটু পরই বক্সের ওপরে বল পেয়ে প্রথম ছোঁয়ায় একটু এগিয়ে দৃষ্টিনন্দন শটে স্কোরলাইন ৪-০ করেন মনিকা চাকমা। ১৭তম মিনিটে বক্সের বেশ বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন ঋতুপর্ণা। বলের লাইনে থাকা গোলরক্ষকের হাত ফসকে বল জড়ায় জালে। এই গোলের পরই আইশা আমানবেরদুয়েভাকে তুলে পোস্ট আগলানোর দায়িত্ব এলনুরা মাকসুয়েতোভাকে দেন তুর্কমেনিস্তান কোচ। কিন্তু এসেই গোল হজম করেন এলনুরা। আক্রমণ ফিরিয়ে দেয়ার সুযোগ পেলেও ঠিকঠাক শট নিতে পারেননি তিনি। ছুটে গিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে আড়াআড়ি ক্রস বাড়ান ঋতুপর্ণা। গোলমুখ থেকে দরকারি টোকা দেন তহুরা। ৩৫তম মিনিটে ঋতুপর্ণার শট ক্রসবারের উপরের দিকে লেগে বেরিয়ে যায়। পাঁচ মিনিট পর বক্সের ঠিক ওপর থেকে এই ফরোয়ার্ডের বাম পায়ের শট বাঁক খেয়ে গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধে বেঞ্চ পরখ করতে মনেদেন পিটার বাটলার। একে একে পাঁচ পাঁচটি পরিবর্তন আনেন এই বৃটিশ কোচ। তুর্কমেনিস্তানও রক্ষণ আগলে খেলতে থাকে। এতে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মেয়েদের হাতেই। কিন্তু বদলি হিসেবে খেলতে নামা শাহিদা আক্তার রিপারা সুযোগ কাজে লাগাতে না পারায় ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পরে আর জালের দেখা পায়নি মেয়েরা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থেকে বাছাই শেষ করার চাওয়াও পূরণ হয়েছে জেমস বাটলারের দলের। আগামীকাল ভোরে মিয়ানমার থেকে দেশে ফিরবে এশিয়ান কাপ নিশ্চিত করা মেয়েরা। 
 

পাঠকের মতামত

মেয়েরা ভালো করেছে যে ওদেরকে ধন্যবাদ দিলেও খাটো করা হবে। অন্যদিকে ছেলেদের দলের খবর কি? ঐ ভূয়া স্প্যানিশ কোচকে বিদায় না করলেই নয়।

আঃ সাত্তার
৫ জুলাই ২০২৫, শনিবার, ৯:০১ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status