খেলা
ব্যর্থ শামিম, মিরাজের রান খরা চলছেই
স্পোর্টস ডেস্ক
৬ জুলাই ২০২৫, রবিবার
প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা একাই ধসিয়ে দেন বাংলাদেশের মিডল অর্ডারকে। এই লেগিকে সামলাতে মিডল অর্ডারে বাঁহাতি আগে নামানো যায় কিনা এটা নিয়ে আলোচনা ছিল। ডানহাতি লিটন দাসকে বাদ দিয়ে বাঁহাতি ব্যাটার শামিম পাটোয়ারিকে সুযোগ দিলেও কাজে লাগাতে পারেননি। আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাটে চলছে রান খরা।
সাধারণত লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করেন শামিম। গতকাল কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সিরিজে টিকে থাকার লড়াইয়ে তাকে মিডল অর্ডারে নামানো হয়। ছয়ে নেমে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। আসিথা ফার্নান্দোর শর্ট বলে পুল করে ছক্কা মারার চেষ্টায় ফাইন লেগে জানিথ লিয়ানাগের হাতে ক্যাচ দেন। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ২২ রান করেন তিনি।
পাকাপাকি
ওয়ানডের নেতৃত্ব পাওয়ার পর এই প্রথম সিরিজ খেলছেন মিরাজ। অধিনায়ক হিসেবে শুরুটা ভালো করতে পারেননি তিনি। পরপর দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ এই অলরাউন্ডার। প্রথম ম্যাচে ‘ডাক’ মেরেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে গতকাল সুযোগ ছিল ফেরার। তবে পারলেন না। দলের প্রয়োজন ছিল জুটি গড়ার কিন্তু বাজে শট খেলে উল্টো দলের বিপদ বাড়ান মিরাজ। ফেরার আগে ১০ বলে করেন ৯ রান। গতকাল বাংলাদেশের ইনিংসটা শুরু হয়েছিল চাপের মধ্যেই। ওপেনার তানজীদ হাসান তামিমেরর উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও পারভেজ হোসেন ইমনের ৬৩ রানের জুটিতে তা অনেকটা সামলে নেয় বাংলাদেশ। কিন্তু শান্ত ফেরার পর নিয়মিত উইকেট হারানো শুরু হয়। ৬৭ রান করে ফেরেন ইমন। একপ্রান্তে দাঁড়িয়ে থেকে হৃদয় হাফ সেঞ্চুরি তুলে নেন। কিন্তু তাকে ফিরতে হয় তানজিমের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে। তার ব্যাট থেকে আসে ৫১ রান। ৪৫.৫ ওভারে ২৪৮ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশ। ২ চার ও সমান ছক্কায় ২১ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন তানজিম। শেষ উইকেট জুটিতে ৩০ রান যোগ করেন তানজিম-মোস্তাফিজ। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট পান পেসার আসিথা ফার্নান্দো, ৩ উইকেট নেন হাসারাঙ্গা।