খেলা
সাঁতারে মিশরীয় কোচ আসছেন বুধবার
স্পোর্টস রিপোর্টার
৬ জুলাই ২০২৫, রবিবার
আগামী বছর পাকিস্তানের তিন শহর ইসলামাবাদ, লাহোর, ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান (এসএ) গেমস। আসরকে সামনে রেখে শিগগিরই প্রস্তুতি শুরু করবে সাঁতার ফেডারেশন। প্রস্তুতিটা যুতসই করতে মিশরীয় কোচ সাঈদ ম্যাকডিকে নিয়োগ দিয়েছে তারা। ৫০ বছর বয়সী এই কোচ আগামী বুধবার ঢাকায় আসছেন। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন বলেন, ‘আমরা এই কোচের সাথে আগামী বছর জানুয়ারি পর্যন্ত চুক্তি করেছি। আগামী ১৫ জুলাই চলমান ট্যালেন্ট হান্টের দ্বিতীয় পর্ব শুরু হবে মিরপুর সুইমিং কমপ্লেক্সে। নতুন কোচ এই কর্মসূচি তত্ত্বাবধান করবেন এবং এসএ গেমসের জন্য জাতীয় দলের অনুশীলন করাবেন।’ আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরির জন্য বাংলাদেশ সাঁতার
ফেডারেশন ১০ মে শুরু করেছিল ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ কর্মসূচি। দেশের ৬৪ জেলা থেকে আসা সাঁতারুদের ১৫ জোনে ভাগ করে শুরু হয়েছিল ট্রায়াল। গতকাল চাঁদপুরে জোন দিয়ে শেষ হয়েছে ট্রায়ালের প্রথম পর্ব।’ এ সর্ম্পকে শাহিন বলেন, ‘১৫ জোন থেকে আমরা সাড়ে ছয়শর মতো সাঁতারু বাছাই করেছি। তাদের নিয়ে ১৫ জুলাই মিরপুর সুইমিং কমপ্লেক্সে শুরু হবে বাছাইয়ের দ্বিতীয় পর্ব। ৬ গ্রুপে ভাগ করে দুই সপ্তাহ অনুশীলন করানো হবে তাদের। সব সাঁতারুর থাকা-খাওয়ার ব্যবস্থা করবো আমরা। দুই সপ্তাহ ট্রায়ালের পর ৬৫০ থেকে সংখ্যা ১৫০ জনে নামিয়ে আনা হবে। আমাদের তত্ত্বাবধানে রেখে তাদের ট্রেনিং দেওয়া হবে ৩ মাস। তারপর ৬০ থেকে ৭০ জন সাঁতারু আমরা চলমান ট্রেনিংয়ের জন্য রাখবো। এ বছর নভেম্বর থেকে শুরু হবে চূড়ান্তভাবে বাছাই করা সাঁতারুদের ট্রেনিং। দুই বছর চলে শেষ হবে ২০২৭ সালের নভেম্বরে। আমরা আশা করছি, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদের আন্তর্জাতিক মানের সাঁতারুতে পরিণত করতে পারবো।’