ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

ফের তারুণ্যের উৎসব কাবাডিতে!

স্পোর্টস রিপোর্টার
৬ জুলাই ২০২৫, রবিবার

গত ডিসেম্বরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তারুণ্যের উৎসব ঘোষণা করেছিলেন। এরপর দেশের ক্রীড়াঙ্গনও মেতে উঠেছিল তারুণ্যের এই উৎসবে। এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি দেশজুড়ে তারুণ্যের উৎসবে অন্য ফেডারেশনগুলোর মতো কাবাডিও নানা প্রতিযোগিতার আয়োজন করেছিল। কিন্তু চার মাস না পেরুতেই ফের তারুণ্যের উৎসব শুরু করছে কাবাডি। ২৬শে জুলাই থেকে তারুণ্যের উৎসবের নতুন টুর্নামেন্ট আয়োজনের নিবন্ধণ চেয়েছে। অংশ নিতে আগ্রহী প্রত্যেক দলকে এক হাজার টাকা করে নিবন্ধন ফি দিয়ে ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। অথচ প্রিমিয়ার, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ লীগ এমনকি জাতীয় চ্যাম্পিয়নশিপও আটকে রয়েছে।
২০২২ সালে অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার ও প্রথম বিভাগ কাবাডি লীগ। পরের বছর অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিভাগ। সেখানে আনসার চ্যাম্পিয়ন ও বিকেএসপি রানার্সআপ হয়। গত বছর ১৪ নভেম্বর কাবাডিতে নতুন কমিটি এলেও লীগের কোনো খবর দিতে পারেনি। তারা ব্যস্ত ছিল কাবাডি টেস্ট সিরিজ ও নেপাল কাবাডি লীগে খেলোয়ার পাঠানো নিয়ে। তারুণ্যের উৎসব আর বিজয় দিবস কবাাডি নিয়ে। জানা গেছে, গত বছর প্রথম বিভাগের ১০টি ক্লাবের কাছ থেকে এক হাজার টাকা করে নিবন্ধন ফি নিয়েছিল ফেডারেশন। কিন্তু সেই লীগ আজও আলোর মুখ দেখেনি। ক্লাবগুলো হলো- মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ, বৃহত্তর কুমিল্লা স্পোর্টিং ক্লাব, ম্যানসিটি ক্লাব, অর্বাচিন ক্রীড়া চক্র, মৌলভীবাজার, স্বর্ণালী সংসদ, সাউথ বাংলা ক্লাব লিমিটেড,  মেঘনা কাবাডি ক্লাব, আইডিয়াল ক্রীড়াচক্র ও মৌলভী সুরুজ্জামাল সংসদ। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status