ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

সভাপতির সঙ্গে দেখা করেই ছুটিতে কাবরেরা

স্পোর্টস রিপোর্টার
৬ জুলাই ২০২৫, রবিবার
mzamin

প্রায় সাড়ে তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের দায়িত্বে থাকা কোচ হাাভিয়ের কাবরেরা এখনও কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে ওঠা ছাড়া তার আমলে উল্লেখযোগ্য কিছু নেই। সাম্প্রতিক সময়ে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে জয় না পাওয়ায় কোচের কৌশল ও খেলোয়াড় বাছাই নিয়ে সমালোচনা বাড়ে। বিশেষ করে হামজা চৌধুরী ও শমিত সোমের মতো ফুটবলারদের যুক্ত করেও প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় ক্ষোভ বেড়েছে ফুটবল অঙ্গনে। তবুও অজানা এক কারণে কাবরেরার ওপরই ভরসা খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রবাসী ফুটবলারদের ট্রায়াল দেখতে সপ্তাহ খানেক আগে ঢাকায় আসা কাবরেরাকে আবারও ছুটিতে পাঠিয়েছে তারা। গতকাল ভোরে নিজ দেশ স্পেনের উদ্দেশে ঢাকা ছাড়েন কাবরেরা। আগেরদিন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেন তিনি। 
১০ই জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হার নিয়ে সব ফুটবলপ্রেমী যখন মনক্ষুন্ন, পরদিন ভোরেই কোচ হাভিয়ের কাবরেরা ইউরোপের ফ্লাইট ধরেন। সপ্তাহ দু’য়েক ছুটি কাটিয়ে ২৭শে জুন আবারও ঢাকায় আসেন তিনি। এরপর ২৮-৩০শে জুন প্রবাসীদের ট্রায়াল পর্যবেক্ষণ করেন। ২রা জুলাই ডেভলপমেন্ট কমিটির সভা এবং পরদিন আলাপ করেন বাফুফে সভাপতির সঙ্গে। এরপর গতকাল ভোরে আবার বাংলাদেশ ত্যাগ করেন। জুলাই মাসের পুরোটা ইউরোপে কাটিয়ে আগস্টের মাঝামাঝি আসার সম্ভাবনা রয়েছে তার। চলতি বছর ছয় মাসের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি সময় তিনি বাংলাদেশের বাইরে ছিলেন। এত ঘন ঘন ছুটি ও বাংলাদেশের বাইরে থাকা নিয়ে ফেডারেশনের নির্বাহী কমিটির অনেকেই নাখোশ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য বলেন, ‘মাসে হাজার হাজার ডলার বেতন দেওয়া হচ্ছে, এরপরও সে বিদেশ থাকবে এবং বছরে কয়দিন ছুটি সেটা আমরা অনেকেই জানি না।’
১১ই জুলাই কিংস অ্যারেনায় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আমেরিকা থেকে ফিরে বসুন্ধরায় গিয়েছিলেন। সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের অফিসে অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে। সেই সময় কোচ হাভিয়ের কাবরেরা, বাফুফের এক সহ-সভাপতি এবং তিনজন নির্বাহী কমিটির সদস্য ছিলেন। সিঙ্গাপুর ব্যর্থতার প্রায় এক মাস হতে চললো, এখনও জাতীয় দল কমিটির আনুষ্ঠানিক সভা হয়নি। গত বৃহস্পতিবার সেই আলোচনায় হাভিয়ের কাবরেরাকে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে সেভাবে জেরা করা হয়নি বলে জানা গেছে। সামনে এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই ও সেপ্টেম্বর ফিফা উইন্ডো এসব নিয়ে কথাবার্তা হয়েছে। বৃহস্পতিবারের ওই সভাতে এশিয়া কাপ নিশ্চিত করা নারী দলকে সংবর্ধনা প্রদানের পরিকল্পনা হয়। এছাড়া অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ দ্রুত শুরু করা, জাতীয় স্টেডিয়াম সংস্কার, জেলা পর্যায়ে ফুটবল লীগ চালুসহ আসন্ন সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে ওই সভায়।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status