খেলা
মেসিকে পেয়ে ‘ভাগ্যবান’ মায়ামি
স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৫, শুক্রবার
যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) আরেকটি ম্যাচ, লিওনেল মেসির আরেকবার জোড়া লক্ষ্যভেদ। নিউ ইংল্যান্ডের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ২-১ গোলে। দুই গোল করে নতুন এক কীর্তি গড়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। এমএলএসের ইতিহাসে প্রথম কোনো ফুটবলার হিসেবে টানা ৪ ম্যাচে একাধিক গোল করলেন মেসি। এই যাত্রা শুরু হয় চলতি ক্লাব বিশ্বকাপ শুরুর আগে, গত মে মাসে। মন্ট্রিয়লের পর কলম্বাস ক্রু, ক্লাব বিশ্বকাপ পাঠ চুকিয়ে ফের মন্ট্রিয়ল ও শেষ ম্যাচে গতকাল নিউ ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করলেন মায়ামি অধিনায়ক। লীগের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি, ড্র একটিতে। এদিন দুটি গোলই মেসি করেন বিরতির বাঁশি বাজার আগে। জিলেট স্টেডিয়ামে ১৬টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখে স্বাগতিক নিউ ইংল্যান্ড। পুরো ম্যাচে ৫৬ শতাংশ বল নিজেদের আধিপত্যে রাখা মায়ামি ১৩টির মধ্যে লক্ষ্যে রাখে স্রেফ ৩টি শট। ম্যাচের ২৭তম মিনিটে প্রথম গোলটি করেন সর্বোচ্চ আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। ডি বক্সের ভেতর প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে যান তিনি। বাঁ পায়ের শটে গোলকিপারকে পরাস্ত করতে বেগ পেতে হয়নি এই ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডকে। ৩৮তম মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন লা পুলগা খ্যাত মেসি। নিজেদের অর্ধ থেকে সতীর্থের রক্ষণচেরা পাস পেয়ে যান তিনি। বক্সের সামান্য বাইরে থেকে মেসির নেয়া শট আটকাতে পারেননি নিউ ইংল্যান্ড গোলকিপার। নির্ধারিত সময়ের মিনিট দশেক আগের কার্লেস গিলের গোলটি শুধু ব্যবধানই কমায়। যদিও মায়ামির জয়ে বড় ভূমিকা রেখেছেন তাদের গোলকিপার অস্কার উস্তারিও। এদিন তিনি সেভ করেছেন মোট ৬টি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের তালিকায় পাঁচে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১৮ ম্যাচে ১০ জয়, ৫ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট মেসির দলের। ৭ পয়েন্ট বেশি নিয়ে সবার উপরে সিনসিনাটি। যদিও মায়ামির আগের চার দলই ম্যাচ খেলেছে ৩টি বেশি। সেক্ষেত্রে পরের ম্যাচগুলোতে জয়ের ধারা অব্যহত রাখতে পারলে সহজেই শীর্ষে জায়গা করে নেবে মেসিরা। নিজের সাবেক সতীর্থ ও বর্তমান শিষ্য মেসির প্রশংসায় পঞ্চমুখ মায়ামি বস হাভিয়ের মাসচেরানো। ম্যাচের পর মায়ামির আর্জেন্টাইন কোচ বলেন, ‘লিও বিশেষ একজন খেলোয়াড়, আমার চোখে ফুটবল ইতিহাসেই সেরা। এই বয়সেও ও যেভাবে খেলছে সেটি অবিশ্বাস্য। অনেক বছর আগেও যা কল্পনা করা যেত না, সেটি আজ সে মাঠে করে দেখাচ্ছে। আমরা ভাগ্যবান যে মেসিকে আমাদের দলে পেয়েছি।’ পরবর্তী ম্যাচে আগামী রোববার ভোরে ন্যাশভিলের সঙ্গে খেলবে মায়ামি।