খেলা
পেছাতে পারে বিপিএল, যুক্ত হচ্ছে নতুন ভেন্যু
স্পোর্টস রিপোর্টার
১১ জুলাই ২০২৫, শুক্রবার
বিপিএলের গত আসরে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড সমালোচনায় বিদ্ধ হয়েছিল। এবার নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিপিএলের দায়িত্ব দিয়েছেন বোর্ড পরিচালক মাহবুব আনামকে। গতকাল লম্বা বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই বিপিএল গর্ভনিং কমিটির চেয়ারম্যান। সেখানে তিনি বলেন জাতীয় নির্বাচনের কারণে পেছাতে পারে বিপিএল। এছাড়া এই টুর্নামেন্টে যুক্ত হতে পারে নতুন ভেন্যু। গেল কয়েক বছর ধরে বিপিএলে ঢাকা, চিটাগং এবং সিলেটে খেলা হয়। এবার নতুন ভেন্যু যুক্ত হচ্ছে। সেক্ষেত্রে বিবেচনায় আছে খুলনা, বরিশাল, রাজশাহী ও বগুড়া। বিপিএল শুরুর আগে যে মাঠ এগিয়ে থাকবে সেখানেই হবে ম্যাচ। এ প্রসঙ্গে মাহবুব আনাম বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে বিপিএলে অন্তত একটি ভেন্যু বাড়ানোর। বগুড়া ও খুলনায় বিপিএলের ভেন্যুর অডিট করার জন্য পাঠিয়েছি গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটিজ থেকে। বরিশালের উইকেট প্রস্তুত আউটফিল্ডেরও কিছু কাজ চলছে। তাহলে বরিশালও ভেন্যু হওয়ার যোগ্যতা অর্জন করবে। রাজশাহীর ব্যাপারে এনএসসি কাজ করছে, আমরাও তাদের সাথে যোগ হয়েছি। এই চারটা ভেন্যুর মধ্যে যেটা সেরা হবে সেটাকে আগামী বিপিএলে যোগ করব।’ আগামী জাতীয় নির্বাচনের জন্য বিপিএল পিছিয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মাহবুব আনাম বলেন, ‘সরকারের তরফ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে। নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে এমন আলাপ শুনেছি। যত ডিসেম্বরের কাছাকাছি আসবো বিপিএল শুরুর ডেট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবো। যদি ডিসেম্বর বা জানুয়ারিতে করতে না পারি আর একটা সময় থাকতে পারে সেই স্লটে (বিপিএল) হতে পারে। মে মাসেও আমরা খালি আছি, ডিসেম্বরে করলেও কয়েকটি লীগের সাথে সাংঘর্ষিক হয়। মে মাসে করলে আইপিএলের সাথে এটা আমরা জানি। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবো।’