খেলা
শেফিল্ডে কেনো মেজাজ হারালেন হামজা
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লীগে সরাসরি জায়গা করে নেয়ার সম্ভাবনা জিইয়ে রাখতে বার্নলির বিপক্ষে জয় অবধারিত ছিল। তবে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লীগে সোমবার হামজা চৌধুরির দল শেফিল্ড ইউনাইটেড হেরে গেছে ২-১ গোলে। এই জয়ে লিডস ইউনাইটেডকে নিয়ে আগামী মৌসুমের জন্য প্রিমিয়ার লীগের টিকিট পেয়েছে বার্নলি। তবে ম্যাচ শেষে বাংলাদেশি প্রবাসী ফুটবলার হামজাকে নিয়ে তৈরি হয় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির। মাঠেই মেজাজ হারান এই টাইগার ফুটবলার।
প্রিমিয়ার লীগ নিশ্চিতের সুযোগ শেফিল্ডের এখনই শেষ হয়ে যায়নি। নকআউট প্লেঅফে দু’টি ম্যাচ জিততে হবে হামজাদের। তবে সেই দুই ম্যাচের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয়ের মুখ না দেখা শেফিল্ড পিছিয়ে পড়ে ২৮ মিনিটে। বার্নলির ঘরের মাঠ টার্ফ মুরে গোলটি করেন জশ ব্রাউনহিল। ৯ মিনিটের মধ্যে সফরকারীদের সমতায় ফেরান টম ক্যানন। কিন্তু ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন সেই ব্রাউনহিলই। শেষ বাঁশি বাজার পর স্বাগতিক সমর্থকরা আর নিজেদের আটকে রাখতে পারেনি। প্রিমিয়ার লীগে উত্তীর্ণ হবার আনন্দে আত্মহারা হয়ে মাঠে নেমে পড়েন অনেক বার্নলি সমর্থক। পরে দলের খেলোয়াড়েরাও যোগ দেন সেই উদযাপনে। এক পর্যায়ে টিভি পর্দায় দেখা যায়, মেজাজ হারিয়ে মাঠ ছাড়ছেন হামজা চৌধুরী। এ সময় পুলিশ ও নিরাপত্তাকর্মীরা তাকে নিয়ে যান। বৃটিশ সংবাদমাধ্যম ‘মিরর’-এর তথ্যমতে, মাঠে নেমে আসা দর্শকদের আপত্তিকর আচরণে মেজাজ হারান হামজা। স্টেডিয়াম থেকে টানেলে যাওয়ার পথে তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন লেস্টার থেকে ধারে আসা এই মিডফিল্ডার। আরেক বৃটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানায়, বার্নলির এক সমর্থক হামজার মুখের ওপর উদযাপন করে তাকে আরও ক্ষেপিয়ে তোলে। তবে ঠিক কী কারনে এ ঘটনার সূত্রপাত, তা এখনও জানা যায়নি।
স্কাই স্পোর্টসের ক্যামেরায় দেখা যায়, এ সময় হামজাকে সামলানোর চেষ্টা করেন নিরাপত্তাকর্মীরা। তবে ২৭ বছর বয়সী এই টাইগার ফুটবলার তাদের বাধা উপরিয়ে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় একজন স্টাফ তাকে টানেলের ভেতর ঢুকিয়ে নিয়ে যান। তবে এমন ঘটনাকে অতিরিক্ত কিছু মনে করছেন না সফরকারী দলের কোচ ক্রিস ওয়াইল্ডার। স্কাই স্পোর্টসে এই ৫৭ বছর বয়সী ইংলিশ কোচ বলেন, ‘তেমন কিছুই না। তারা মাঠে নেমে একটি বড় জয় উদযাপন করেছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমর্থকেরা টানেলের পাশের গ্যালারিতেই বসে। তাই সবাই এতে (ঝামেলায়) জড়িয়ে পড়ে।’