খেলা
আবার নিষিদ্ধ হৃদয়, খেলতে পারবেন না 'ফাইনালে'
স্পোর্টস রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৯ অপরাহ্ন

নিষেধাজ্ঞা পাওয়ার নেশায় যেন পেয়ে বসেছে তাওহীদ হৃদয়কে। আজ আরও একবার শৃঙ্খলা ভঙ্গ করে আরও একবার নিষিদ্ধ হলেন মোহামেডান স্পোর্টি ক্লাবের অধিনায়ক। আগের সাত ডিমেরিটের সঙ্গে আজ আরো এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার। সবমিলিয়ে ৪ ম্যাচ নিষিদ্ধ থাকবেন হৃদয়। এতে করে আগামী মঙ্গলবার আবাহনীর বিপক্ষে প্রিমিয়ার লীগের অঘোষিত ফাইনালে খেলতে পারবেন না তিনি।
আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধেই নিষিদ্ধ ছিলেন হৃদয়। কিন্তু গতকাল তামিম ইকবালের নেতৃত্বে বিসিবিতে আসা ক্রিকেটারদের চাপের মুখে সেই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে ডিপিএলের টেকনিক্যাল কমিটি। আজ সেই ম্যাচে মাঠে নেমে আবার নিষিদ্ধ হলেন হৃদয়।
আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৫৪ বলে ৩৭ রান করে আউট হন হৃদয়। ওয়াসি সিদ্দিকির বলে ক্যাচ আউট হয়ে আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ হয়ে দু'হাত প্রসারিত করে প্রতিক্রিয়া দেখান তিনু। যা শৃঙ্খলাভঙ্গের অপরাধ হিসেবে গণ্য হয়। এতে তাকে নতুন করে একটি ডিমেরিট ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আউট হওয়ার পরে প্রতিক্রিয়া দেখানোয় নূন্যতম লেভেল ওয়ান অপরাধ করেছেন হৃদয় । এতে তাকে এজ ডিমেরিট পয়েন্ট দেন ম্যাচ রেফারি। এর সঙ্গে যোগ হয় আগের সাত ডিমেরিট পয়েন্ট। নিয়ম অনুযায়ী আট ডিমেরিট পয়েন্ট হলে ৪টি লিস্ট 'এ' বা ২টি প্রথম শ্রেনীর ম্যাচে নিষেধাজ্ঞা পোহাতে হয়।