খেলা
৪ ম্যাচে ৮ উইকেট, তবু উপেক্ষিত রিশাদ
স্পোর্টস ডেস্ক
(১১ ঘন্টা আগে) ৩ মে ২০২৫, শনিবার, ১:০৬ অপরাহ্ন

পাকিস্তান সুপের লীগে (পিএসএল) শুরুটা দুর্দান্ত ছিল রিশাদ হোসেনের। প্রথম দুই ম্যাচেই ৩টি করে উইকেট নিয়ে আলোচনায় উঠে আসেন এই টাইগার ক্রিকেটার। তৃতীয় ম্যাচেও হাত ঘুরিয়ে ২টি উইকেট তুলে নেন এই লেগ স্পিনার। নিজের খেলা চতুর্থ ম্যাচে কোনো উইকেটের দেখা না পাওয়ার পর থেকে এখন পর্যন্ত বেঞ্চেই আছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। লাহোর কালান্দার্দের শেষ ম্যাচেও তাকে থাকতে হয় একাদশের বাইরে। এ নিয়ে ৪ ম্যাচে ৮ উইকেট নেয়া রিশাদের খেলা হলো না টানা তিন ম্যাচে।
লাহোর কালান্দার্স নিজেদের শেষ ৪ ম্যাচের সবক’টিই খেলেছে ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে। এখানের প্রথম ম্যাচটিতে খেলেছিলেন রিশাদ। সে ম্যাচে ২ ওভার বোলিং করে ১৮ রান খরচে কোনো উইকেটের দেখা পাননি তিনি। এরপর থেকেই আর একাদশে ফিরতে পারেননি এই টাইগার অলরাউন্ডার। লাহোরের চার নম্বর বিদেশি খেলোয়াড় হিসেবে আসরের সবচেয়ে বেশি ৪ ম্যাচ খেলেছেন রিশাদই। ইংল্যান্ডের টম কারেন খেলেছেন ৩টি ও নামিবিয়ার ডেভিড ভিসা খেলেছেন ১ ম্যাচে। এ দুজনই পেস বোলিং অলরাউন্ডার। এই ভেন্যুতে হওয়া ৩ ম্যাচেই দলে ছিলেন কারেন। হাত ঘুরিয়ে প্রথম দুই ম্যাচে নিয়েছেন ২ উইকেট। বৃষ্টির কারণে তৃতীয়টি পরিত্যক্ত হয়। গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের প্রথম তিনজনই পেসার, যাদের মধ্যে ৪৫ উইকেট নিয়ে সবার উপরে লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। আর বেশি উইকেট নেয়া স্পিনারদের মধ্যে প্রথম তিনজনই লেগি। যার অর্থ, অন্য যেকোনো স্পিনারদের চেয়ে লেগ স্পিনাররাই এখানে বাড়তি সুবিধা পান। লাহোরের হয়েই এখানে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছেন রশিদ খান। এরপর ১৮ উইকেট নিয়ে আছেন শাদাব খান। স্পিন ইউনিটে লাহোরের দলে আছেন অভিজ্ঞ আসিফ আফ্রিদি ও আরেক অলরাউন্ডার সিকান্দার রাজা। এই দুজনের নিয়মিত স্পিন বিভাগে খেলার কারণে রিশাদের জন্য একাদশে জায়গা করাটা আরও কঠিন হয়ে উঠছে।
মূলত উইকেট আর দলের কম্বিনেশনের জন্যে বাদ যাচ্ছেন এই ২২ বছর বয়সী টাইগার ক্রিকেটার। সেক্ষেত্রে সামনের দুই ম্যাচেও তার দলের বাইরেই থাকার সম্ভাবনা প্রবল। কেননা আগামী দুই ম্যাচেও লাহোর কালান্দার্স খেলবে নিজেদের ঘরের মাঠেই।