ঢাকা, ৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

আরচারি ওয়ার্ল্ড কাপ খেলতে সাংহাই যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার
৪ মে ২০২৫, রবিবার

আরচারি ওয়ার্ল্ড কাপ খেলতে আজ চীনের সাংহাই যাচ্ছে বাংলাদেশ দল। ৬ থেকে ১১ই মে অনুষ্ঠিত হবে আরচারি ওয়ার্ল্ড কাপ স্টেজ টু প্রতিযোগিতা। বাংলাদেশের পাঁচজন খেলোয়াড় ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছেন। রিকার্ভে তিনজন। আর কম্পাউন্ডে দুইজন। রিকার্ভের তিনজন আরচার হচ্ছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা। আর কম্পাউন্ড দলে আছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। গতকাল অলিম্পিক এসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে দলের কোচ মার্টিন ফ্রেডরিক বলেন,‘ আমাদের প্রথম লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। আর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসকে সামনে রেখে কম্পাউন্ডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে চাই আমরা।’ তবে ওয়ার্ল্ড কাপ থেকে এর আগে পদক পেয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে আরচারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে এডহক কমিটির এক নম্বর সদস্য কাজী রাজীব উদ্দীন আহেমদ চপল বলেন, ‘বিশ্বকাপে আমাদের অনেক সাফল্য আছে। সিলভার মেডেলও আমরা জিতেছি। আবার সাংহাইয়ে কোরিয়ার সঙ্গে আমরা সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে এক পয়েন্টে হেরেছি। আশা করছি সাফল্যের ধারাবাহিকতা আমরা এবারও ধরে রাখতে পারবো। কারণ আমাদের ছেলেদের রিকার্ভ টিম দুর্দান্ত। আমরা দল গঠনের ক্ষেত্রে সব সময় কোচের মতামতকে প্রাধান্য দিয়েছি। কোচের মতের বাইরে আমরা কখনও দল গঠন করিনি।  ‘এদিকে ওয়ার্ল্ড কাপে আরও বেশি সংখ্যক আরচার পাঠানোর পক্ষে মত দিয়েছেন আরচারি ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান। তিনি বলেন- ‘দেশে- বিদেশে সব জায়গায় অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যেন কোনো গ্যাপ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা ১৮ জন নিতে পারতাম। সেখানে যাচ্ছে মাত্র পাঁচজন আরচার। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করলে এসব খেলায় স্পন্সর পাওয়া কোনো বিষয় না।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আরচারে ফেডারেশনের সহ-সভাপতি মালিক মোহাম্মদ  সাঈদ, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ও সদস্য রুবায়েদ আহমেদ।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status