খেলা
টাইমস অফ ইন্ডিয়ার দাবি
আগস্টে বাংলাদেশে আসছে না ভারত
স্পোর্টস ডেস্ক
(২০ ঘন্টা আগে) ২ মে ২০২৫, শুক্রবার, ৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে তাদের বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে সফরটি বাতিল হয়ে যেতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আগস্টে ভারতের বাংলাদেশে সফর করার সম্ভাবনা কমে প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে।
কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের মধ্যে যুদ্ধ হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে শীতল সম্পর্ক বিরাজ করছে ভারতের। দুই দেশের বর্ডারে এখন প্রতিনিয়ত উত্তপ্ত অবস্থা জারি আছে। এতে করে ভারতের বাংলাদেশ সফর করার বিপক্ষে ভোট বাড়ছে ক্রিকেট বোর্ডে।
টাইমস অফ ইন্ডিয়াকে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ‘এই সফর ক্যালেন্ডারের অংশ (পূর্ব নির্ধারিত) হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি।’
এছাড়া চলতি বছর ভারতে এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা। কিন্তু এই রাজনৈতিক উত্তপ্ত অবস্থায় ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রিকেটই খেলতে চাইছে না। এতে করে দক্ষিণ এশীয় অঞ্চলের ক্রিকেট নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।