ঢাকা, ৩ মে ২০২৫, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

পুলিশকে হারিয়ে শিরোপার আরও কাছে মোহামেডান

স্পোর্টস রিপোর্টার
৩ মে ২০২৫, শনিবার
mzamin

বাংলাদেশ পুলিশ এফসি’র বিপক্ষে শেষ ৬ মিনিটে পাওয়া দুই পেনাল্টি গোলে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। অবশ্য রেফারির শেষ বাঁশির পরপরই হাতাহাতিতে লিপ্ত হন দুই দলের দুই বিদেশি ফুটবলার। মোহামেডানের ইমানুয়েল সানডের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন বাংলাদেশ পুলিশ এফসি’র ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো কুইপাপা। সুলেমান দিয়াবাতে ঝগড়া থামানোর চেষ্টা করার ফাঁকে হাতাহাতিতে লিপ্ত হন দু’জন। এর পরেই বাধে বিপত্তি। দু’জনের ঝগড়া চলার মধ্যেই মাঠে ঢুকে পড়েন সমর্থকরা। ক্লাব দু’টির অফিসিয়ালরা এসে নিবৃত্ত করেন দু’জনকে। ঘটনাবহুল এই ম্যাচে পুলিশকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ শিরোপার জয়ের আরও কাছে পৌঁছে গেল মোহামেডান। এদিন কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকে দুই দল খেলতে থাকে সাবধানী ফুটবল। তেড়েফুঁড়ে আক্রমণে উঠছিল না কেউ। সেট-পিস থেকে যা একটু সুযোগ তৈরি করছিল দুই পক্ষ, কিন্তু বক্সে কার্যকরী হয়ে উঠতে পারছিল না কেউ। ম্যাচের ৩০তম মিনিটে বক্সের ঠিক ওপরে দীপক রায়কে পেছন থেকে ফাউল করেন শান্ত; কুরবানবায়েভের ফ্রি কিক পোস্ট ঘেঁষে বাইরের জাল কাঁপালে এগিয়ে যাওয়া হয়নি পুলিশ 
এফসি’র। ৩৪তম মিনিটে মোজাফ্‌ফরভের কর্নারে আরিফ হোসেনের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে গেলে প্রথমার্ধ থেকে যায় গোলশূন্য। ৫২তম মিনিটে গোলের অপেক্ষা ফুরায় মোহামেডানের। মেহেদী হাসান মিঠুর ক্রসে দূরের পোস্টে থাকা সানডে অনেকটা লাফিয়ে হেডে বল জড়িয়ে দেন জালে। ৬৩তম মিনিটে বক্সে দীপককে পেছন থেকে ফাউল করেন একটু আগেই গোলের সুর বেঁধে দেয়া মেহেদী। সফল স্পট কিকে পুলিশকে সমতায় ফেরান ব্রাজিলের দানিলো কুইপাপা। ৭৪তম মিনিটে ইমানুয়েলের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি সুলেমানে দিয়াবাতে। একটু পরই পুলিশের শেখ বাবলু বলের নিয়ন্ত্রণ নিলেও উড়িয়ে মেরে নষ্ট করেন ভালো সুযোগ। ৮৫তম মিনিটে মিনহাজুর রাকিবের ফ্রি কিকে বক্সে গোলমুখ থেকে দিয়াবাতে টোকা দেয়ার আগ মুহূর্তে তাকে পেছন থেকে ফাউল করে বসেন দানিলো। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। বলের লাইনে ঝাঁপিয়েও মোজাফ্‌ফরভের জোরালো স্পট কিক আটকাতে পারেননি তুষার। যোগ করা সময়ে বাম দিক দিয়ে আক্রমণে ওঠা সানডে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা বানিয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন। নিশ্চিত হয়ে যায় চলতি লীগে মোহামেডানের ১১তম জয়। টানা চার ম্যাচ জয়ের পর হারের তেঁতো স্বাদ পাওয়া পুলিশ এফসি ১৯ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। প্রথম পর্বের দেখায় তাদের বিপক্ষে একই ব্যবধানে জিতেছিল সাদাকালো জার্সিধারীরা। এই জয়ে ১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আলফাজ আহমেদের দল। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর হারে ৭ পয়েন্ট নিয়ে এগিয়ে তারা।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status