খেলা
মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব পেলেন ওয়াদিফা
স্পোর্টস রিপোর্টার
৩ মে ২০২৫, শনিবার
খেতাব পাওয়া নিশ্চিত হয়েছিল গত মার্চে। এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলেন ওয়াদিফা আহমেদ। বাংলাদেশের এই দাবাড়ুর মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব অনুমোদন করেছে বিশ্ব দাবা সংস্থা। বাংলাদেশ দাবা ফেডারেশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ওয়াদিফার খেতাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ওয়াদিফা বাংলাদেশের চতুর্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার হলেন। প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রাণী হামিদ, ১৯৮৫ সালে। এরপর এই খেতাব পান শামীমা সুলতানা লিজা। দেশের তৃতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার হিসেবে এই তালিকায় নাম লিখিয়েছিলেন শিরিন সুলতানা। গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে সেরা হন ওয়াদিফা। ওই সাফল্যের সুবাদে মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব পাওয়া নিশ্চিত হয় তার।