খেলা
মহাগুরুত্বপূর্ণ সময়ে হ্যামস্ট্রিংয়ের চোটে দেম্বেলে
স্পোর্টস ডেস্ক
(১৩ ঘন্টা আগে) ৩ মে ২০২৫, শনিবার, ১:৪৮ অপরাহ্ন

নিজেদের শেষ ম্যাচে চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালের প্রথম লেগে মাঠ ছেড়ে উঠে যান উসমান দেম্বেলে। এর আগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে আর্সেনালের বিপক্ষে করে যান দলের একমাত্র জয়সূচক গোলটি। তবে এমিরেটস স্টেডিয়াম থেকে তার বেরিয়ে যাওয়া দেখে যেটি শঙ্কা করা হয়েছি, হলোও ঠিক তাই। কোচ লুইস এনরিকে জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তার এই ফরাসি শিষ্য।
চলতি মৌসুমে দ্যুতি ছড়াচ্ছেন দেম্বেলে। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে সব ধরণের প্রতিযোগিতায় করেছেন ৩৩ গোল। দলকে ইতিমধ্যে লীগ চ্যাম্পিয়ন করার পথে রেখেছেন বড় ভূমিকা। ইউরোপের সেরা মঞ্চেও নিজেকে বারবার মেলে ধরছেন এই ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। এখন প্যারিসিয়ানদের একমাত্র লক্ষ্য আর্সেনালকে ঘরের মাঠেও হারিয়ে দিয়ে কিংবা অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করা। তবে যে আর্সেনাল কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে ঘোল খাইয়েছে, তাদের সমীহ করা উচিত বৈকি! দুই লেগ মিলিয়ে গানাররা ৫-১ গোলে হারিয়েছে অল হোয়াইটদের। ফরাসি লিগ ওয়ানে স্ট্রাসবুর্গের মুখোমুখি হওয়ার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে কোচ এনরিকে দেম্বেলের চোটের কথা জানান।
তিনি বলেন, ‘নিশ্চিতভাবে সে আগামীকাল (আজ) খেলবে না।’ তবে দেম্বেলের উন্নতি হচ্ছে এবং আগামী দিনগুলোতে তার পরিস্থিতির মূল্যায়ন করবে পিএসজি, এমনটা জানিয়েছেন এই স্প্যানিশ কোচ। আগামী বুধবার চ্যাম্পিয়নস লীগের সেমির ফিরতি লেগে ঘরের মাঠে আর্সেনালকে আতিথেয়তা দেবে পিএসজি। সে ম্যাচে দেম্বেলেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী এনরিকে।