খেলা
মেসি রোনালদোর পর্যায়ে যেতে ইয়ামালকে যে পরামর্শ দিলেন ফ্লিক
স্পোর্টস ডেস্ক
৪ মে ২০২৫, রবিবার
এখন পর্যন্ত অনেক ফুটবলারই ক্যারিয়ারের শুরুতে বড় বড় তকমা পেয়ে নিভে গেছেন দ্রুতই। সেদিক থেকে লামিন ইয়ামালকে দেখা হচ্ছে ভিন্ন চোখে। স্প্যানিশ এই তরুণ তুর্কি মাঠের খেলার নিজের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন নিয়মিত। তাই তার সঙ্গে প্রায়শই জুড়ে দেয়া হচ্ছে ফুটবলের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির নাম। অনেকেই ধারণা করছেন সে পর্যায়ে যেতে পারবেন বার্সেলোনার এই বিস্ময় বালকও। নিজের শিষ্যকে সে পথটা বাতলে দিলেন হান্সি ফ্লিক নিজেই।ইয়ামালের একের পর এক নজরকাড়া পারফরম্যান্সে মুগ্ধ সবাই। সেই মুগ্ধতায় নতুন জোয়ার এসেছে চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্সের পর। সেদিন প্রথম লেগে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচের পর ইতালিয়ান জায়ান্টদের কোচ সিমোনে ইনজাগি বিস্মিত কণ্ঠে বলেছেন, এরকম প্রতিভা ৫০ বছর অন্তর একবারই আসে। বিবিসি’র পুন্ডিত স্টিফেন ওয়ার্নক তো ইয়ামালকে ভবিষ্যতের ব্যালন ডি অর বিজয়ী বলেই অভিহিত করেন। চলতি মৌসুমে এই ম্যাচ পর্যন্ত ১৫ গোলের সঙ্গে ২৪টি অ্যাসিস্টও করেছেন এই ১৭ বছর বয়সী ফরোয়ার্ড। ওই ম্যাচের পর স্প্যানিশ লা লিগায় ফিরে রিয়াল ভায়েদোলিদের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে কথা বলেন বার্সা বস হান্সি ফ্লিক। নিজের শিষ্যকে কোন পর্যায় দেখতে চান, সেটি জানিয়ে এই জার্মান কোচ বলেন, ‘সে জানে আমি তার কাছে কি চাই। কেউ যখন এই পর্যায়ের ফুটবল খেলতে পারে, তখন তা ধারাবাহিক হতে হয়। ব্যাপারটি শুধুমাত্র এক ম্যাচের না। কোনো ফুটবলারই যতই ভালো হোক না কেন, তার আরও ভালো হয়ে ওঠার সুযোগ থাকে এবং তাকেও (ইয়ামাল) সেটি করতে হবে।’ মেসি-রোনালদো পর্যায়ের প্রসঙ্গে এই ৬০ বছর বয়সী কোচ যোগ করেন, ‘এখানে শুধুমাত্র প্রতিভার ব্যাপার নয়, সে যে ধরণের বুদ্ধিদীপ্ত.. রোনালদো, মেসি, বড় বড় ফুটবলারদের পর্যায়ে যেতে এসবের সঙ্গে কঠিন পরিশ্রমও প্রয়োজন।’ তবে ইয়ামালের ঘাড়ে এখনই বাড়তি চাপ না দিতেও অনুরোধও করলেন ফ্লিক। তিনি বলেন, ‘আমাদের সবাইকে ধীরস্থির হতে হবে এবং দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। সে আমাদের হয়ে খেলছে, আমরা সবাই খুবই খুশি। এবং ১৭ বছর বয়সে সে যে পর্যায়ের ফুটবল খেলছে, সেটি অবিশ্বাস্য।’