খেলা
আর্সেনাল ম্যাচের আগে দেম্বেলেতে ‘স্বস্তি’ পিএসজি’র
স্পোর্টস ডেস্ক
৭ মে ২০২৫, বুধবার
আজ রাতে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগ। প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে এমিরেটস স্টেডিয়াম থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন উসমান দেম্বেলে। একপর্যায়ে চোটে পড়ে এই ফরাসি তারকার মাঠ ছেড়ে যাওয়ায় দেখা দেয় ফিরতি লেগে ছিটকে যাওয়ার শঙ্কা। তবে প্যারিসিয়ানদের জন্য আনন্দের খবর হচ্ছে, সোমবার চোট কাটিয়ে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন দেম্বেলে। গানারদের বিপক্ষে পার্ক দে প্রিন্সেসে তাই পূর্ণ শক্তির দলই হাতে পাচ্ছেন পিএসজি বস লুইস এনরিকে।
লন্ডনে আর্সেনালের বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে নেন দেম্বেলে। ঘরের মাঠে বেশ কয়েকটি জোরালো আক্রমণ শানিয়েও লাভ হয়নি সেই ম্যাচের স্বাগতিকদের। ম্যাচের ৭০তম মিনিটে চোট পেয়ে সরাসরি টানেলে চলে যান দেম্বেলে। পরে জানা যায়, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। তাতে শঙ্কা জাগে ফিরতি লেগে ঘরের মাঠে তার খেলা প্রসঙ্গে। তবে সোমবার চোট কাটিয়ে সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন এই ফরাসি তারকা ফুটবলার। চলতি মৌসুমে দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরেছেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ৪৫ ম্যাচে ৩৩ গোলের সঙ্গে করেছেন ১২টি অ্যাসিস্টও। ফরাসি লিগ ওয়ানের শেষ ম্যাচে স্ট্রার্সবার্গের মাঠে ২-১ গোলে হারের ম্যাচে দশটি পরিবর্তন আনেন ফরাসি জায়ান্টদের স্প্যানিশ কোচ লুইস এনরিকে। লন্ডনে সেমির প্রথম লেগের দল থেকে একাদশে খেলতে নামেন শুধুমাত্র পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস। আগেই লীগ শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় এতগুলো পরিবর্তন আনতে সমস্যা হয়নি এনরিকের। সেক্ষেত্রে আজকের ম্যাচের স্বাগতিকদের প্রথম লেগের পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামতে দেখা যেতে পারে। দেম্বেলেকেও দেখা যেতে পারে শুরুর একাদশেই। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে সময়টা মোটেই ভালো যাচ্ছে না আর্সেনালের। শেষ পাঁচ ম্যাচের মধ্য মিকেল আর্তেতার শিষ্যরা জিতেছে স্রেফ একটি ম্যাচে। বাকি ৩ ম্যাচ ড্র আর শেষ ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে গানাররা হেরেছে ২-১ গোলে। প্রিমিয়ার লীগে নিজেদের ইতিহাসে এমিরেটস স্টেডিয়ামে এটিই ছিল সফরকারীদের প্রথম জয়। আর্তেতার দলে চোটের প্রভাব অনেকটাই বেশি। গানারদের ডাচ্ ডিফেন্ডার জুরিয়েন টিম্বলার নিশ্চিত নন আজকের ফিরতি লেগে। তবে প্রথম লেগে নিষেধাজ্ঞায় থাকা ইংলিশ মিডফিল্ডার থমাস পার্টিকে দেখা যেতে পারে শুরুর একাদশেই। রিকার্ডো কালাফিওরি, জর্জিনহো আর কাই হাভার্টজ চোট কাটিয়ে ফেরার কাছাকাছি থাকলেও এ ম্যাচের জন্য প্রস্তুত নন তারা। আর গ্যাবিয়েল জেসুস, গাব্রিয়েল আর তাকেহিরো তমিয়াসো চোটের থাবায় আগে থেকেই স্কোয়াডের বাইরে।