ঢাকা, ৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

র‌্যাঙ্কিংয়ে পেছালেন জ্যোতি-সুপ্তা এগোলেন রাবেয়া

স্পোর্টস ডেস্ক
৭ মে ২০২৫, বুধবার

বাছাইপর্ব খেলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এরপর থেকেই বিরতিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর প্রভাব পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। মাসিক হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫৬৪ রেটিং পয়েন্ট নিয়ে ২১ নম্বরে নেমে গেছেন তিনি। এক ধাপ নিচে নেমে গেছেন শারমিন আক্তার সুপ্তা। বাংলাদেশের এই ব্যাটার ৫৫৫ রেটিং নিয়ে ২২ নম্বরে রয়েছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন লেগ স্পিনার রাবেয়া খান। ২১ নম্বরে রয়েছেন তিনি। বোলিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন নাহিদা আক্তার। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে তিনি। ৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাউথ আফ্রিকার তারকা ব্যাটার লরা উলভার্ট। এক ধাপ এগিয়ে দুই নম্বরে জায়গা করে নিয়েছেন ইংলিশ তারকা ন্যাট সিভার ব্রান্ট। তাকে জায়গা দিতে এক ধাপ পিছিয়ে পড়েছেন ভারতীয় ব্যাটার স্মৃতি মান্ধানা। চার নম্বরে আছেন ক্যারিবীয়ান তারকা ব্যাটার হেইলি ম্যাথিউস, তার রেটিং পয়েন্ট ৬৮৭। পাঁচ থেকে আটে আছেন যথাক্রমে চার অস্ট্রেলিয়ান ক্রিকেটার এলিস পেরি, অ্যালিসা হিলি, বেথ মুনি ও অ্যাশলে গার্ডনার। এই চারজনের মধ্যে মুনি, গার্ডনার দু’জনেই দুই ধাপ করে এগিয়েছেন। ওয়ানডের বোলারদের র‌্যাঙ্কিংয়ে শুরুর দিকে বড় কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন। দুই ও তিনে আছেন অ্যাশলে গার্ডনার ও মেগান শুট। তাদের দু’জনের রেটিং যথাক্রমে ৭২৪ ও ৬৯৬। ম্যাথিউস বোলারদের র‌্যাঙ্কিংয়ে আছেন ৯ নম্বরে। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়েছেন লঙ্কান ক্রিকেটার হার্শিত সামারাবিক্রমা। তিনি উঠে এসেছেন ১৮ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫৮৩। আরেক লঙ্কান নিলাক্ষী সিলভা ১৮ ধাপ এগিয়ে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২৫ নম্বরে।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status