ঢাকা, ৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

কামব্যাকের পর কামব্যাক, বার্সাকে কাঁদিয়ে ফাইনালে ইন্টার

স্পোর্টস ডেস্ক

(৫ ঘন্টা আগে) ৭ মে ২০২৫, বুধবার, ৩:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০৩ পূর্বাহ্ন

mzamin

প্রথম লেগে ৩-৩ গোলে সমতা! দ্বিতীয় লেগের প্রথমার্ধ শেষে ২ গোলে এগিয়ে গেলো ইন্টার মিলান। চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়ার পর ফিরে আসার উদাহরণ খুব বেশি নেই!। তবে এই বার্সেলোনা তো অন্য ধাতুতে গড়া! ২ গোল শোধ করে লিডও নিলো তারা। কিন্তু ঘরের মাঠে তো এদিন ইন্টার ফাইনালে ওঠার পন আগেই করে রেখেছিল। বার্সার কামব্যাকের জবাবে তারাও একই জবাব দিলো। ৯৩তম মিনিটে স্কোরলাইন ৩-৩  বানিয়ে অতিরিক্ত ৩০ মিনিটের প্রথামার্ধে লিডও নিলো ইতালির ক্লাবটি। এবার আর কামব্যাকের রাস্তা খুজে পেলো না কাতালানরা।

 সান সিরোতে চলতি চ্যাম্পিয়নস লীগের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সাকে ৪-৩ গোলে হারালো ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে মিলান জিতলো ৭-৬ গোলে। এতে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ওঠার অপেক্ষা এক দশক পেরোলো বার্সেলোনার। মাঠের খেলায় অবশ্য বার্সা এগিয়ে। ২০টি শট নিয়ে ১০টিই লক্ষ্যে রাখতে পেরেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। আর ইন্টারের ফুটবলাররা ১৩ শট নিয়ে লক্ষ্যে রেখেছেন ৭টি। ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ হবে আর্সেনাল অথবা পিএসজি।

আজ ২১তম মিনিটে ইন্টারকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। বার্সা বলের দখল হারালে থুরামের পাসে গোলমুখ খোলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ দিকে মার্টিনেজ পেনাল্টি আদায় করেন। কালহানোগলু স্পট কিক থেকে স্কোর ২-০ করেন। বিরতি থেকে ফিরে ৬ মিনিটের ঝড়ে ম্যাচে ফেরে বার্সা। ৫৪তম মিনিটে বাঁ দিক থেকে মার্টিন বল ভাসান। ৬০তম মিনিটে বক্সের বাইরে থেকে উড়ে আসা বল হেড করে জালে জড়িয়ে দেন দানি ওলমো।

পুরো ম্যাচ জুড়েই বার্সেলোনার অগনিত নিশ্চিত গোলের সামনে বাধা হয়ে দাঁড়ান ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার। সেই বাধ ভেদ করেই ৮৮তম মিনিটে বার্সা তৃতীয় গোল পেয়ে যায়। পেদ্রি বাঁ দিকে রাফিনহার কাছে বল পাঠান। ব্রাজিলিয়ান তারকার বাঁ পায়ের শট সমার ফিরিয়ে দিলে ডান পায়ের ফিরতি শটে লক্ষ্যভেদ করেন। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ইয়ামালের বক্সের বাইরে থেকে নেওয়া শট পোস্টে লাগে। ইনজুরি টাইমের শেষ মিনিটে কুবারিস বলের নিয়ন্ত্রণ হারালেও ডুমফ্রাইস পাস দেন বক্সের ভেতরে। নিজের মার্কারকে ফাঁকি দিয়ে জালে বল জড়ান আকারবি। নিস্তব্ধ সান সিরো আবার গর্জে ওঠে।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। প্রথম অর্ধে ইন্টার গোল করে এগিয়ে যায়। ৯৯তম মিনিটে রাইট উইংয়ে বার্সার ডিফেন্ডারদের পাশ কাটিয়ে বক্সের মধ্যে বল বাড়ান থুরাম। গোলপোস্ট পেছনে থাকায় মেহদি তারেমি নিজে লক্ষ্যে শট না নিয়ে ছোট পাস দেন ডেভিড ফ্রাত্তেসিকে। বাঁ পায়ের শটে দূরের ফাঁকা পোস্ট দিয়ে জাল কাঁপান তিনি। এরপর আরও অনেকবার বার্সার স্ট্রাইকাররা গোল লক্ষ্য করে শট নিয়েছেন, প্রতিবার তাদের ফিরিয়ে দিয়েছেন ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার। 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status