ঢাকা, ৫ মে ২০২৫, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

আরব আমিরাত ও পাকিস্তান সিরিজ

তাসকিন থাকছেন না, শান্ত বাদ পড়ছেন!

স্পোর্টস রিপোর্টার
৪ মে ২০২৫, রবিবার
mzamin

চলতি মাসে পাকিস্তানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে যাত্রা বিরতিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও দুই ম্যাচের একই সংস্করণের সিরিজ খেলবে টাইগাররা। কোনো সিরিজেই থাকছেন না চোটের সঙ্গে লড়াই করা তাসকিন আহমেদ। আর অধিনায়কত্ব ছাড়া নাজমুল হোসেন শান্ত এবার টি-টোয়েন্টি দলে জায়গা হারাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত।

গোড়ালির চোটে ভুগছেন তাসকিন আহমেদ। পায়ের এই অংশে অস্বাভাবিকভাবে হাড় বৃদ্ধি পেয়েছে তার। গত ২১শে মার্চ সর্বশেষ ম্যাচ খেলেন তাসকিন। ডিপিএলে মোহামেডানের হয়ে ধানমণ্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে সেদিন ৫০ রানে ২ উইকেট নেন তিনি। এরপর থেকেই আছেন মাঠের বাইরে। তাসকিনের সামনে দুটো পথ খোলা ছিল, সার্জারি না অনেক কিছু ম্যানেজ করা। সার্জারির বিকল্প খুঁজতেই ইংল্যান্ড গিয়েছিলেন এই পেসার। সেখানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন রিহ্যাব চলছে তার। ইংল্যান্ডের ৩ জন ডাক্তার মিলে তাসকিনের রিপোর্ট বিশ্লেষণ করছেন। এরপর তারা রিপোর্ট দিলে জানা যাবে, কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এই পেসার। তবে এটুকু নিশ্চিত যে, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না তাসকিনের। আর নাজমুল হোসেন শান্তর টি-টোয়েন্টি থেকে বাদ পড়াটা কেবল সময়ের ব্যাপার ছিল। আরও নির্দিষ্ট করে বললে অধিনায়ক থাকাতেই দলে টিকে ছিলেন তিনি। এই সংস্করণে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা ছিল অনেকদিন ধরেই। টি-টোয়েন্টিতে শেষ ১৮ ইনিংসে কোনো ফিফটি নেই শান্তর, চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছে এই সময়ে মাত্র দুইবার। যেহেতু টপ অর্ডারে ব্যাটিং করেন, দলকে ভালো শুরু এনে দেয়া তার দায়িত্ব। সেখানেও ব্যর্থ এই বাঁহাতি ব্যাটার! কমপক্ষে ২৫ বল খেলেছেন এমন ইনিংসেও তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১০৮! গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও শান্তর বাজে ব্যাটিংয়ে ভুগেছে বাংলাদেশ। অধিনায়ক হয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হন তিনি। ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০ ও ৪১ রান করলেও সেটা কোনো ইমপ্যাক্ট ফেলেনি। বাকি ইনিংসগুলোতে দলকে বিপদে ফেলে ফিরেছেন আগেভাগে! ফলে অধিনায়কেরই দলে জায়গা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছিল। এরমধ্যে শান্ত অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ইচ্ছা জানান তিন ফরম্যাট থেকেই। পরে বিসিবি’র অনুরোধে টেস্ট ও ওয়ানডেতে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। টি-টোয়েন্টিতে সর্বশেষ ভারত সফরে অধিনায়কত্ব করেছেন শান্ত। সেখানে ৩ ইনিংসে ৫২ রান করেন তিনি, বাংলাদেশ হয় ধবলধোলাই। এদিকে জাতীয় দলের বাইরে একাধিক তরুণ টপ অর্ডার ব্যাটার জাতীয় দলে কড়া নাড়ছেন। তানজীদ হাসান তামিম তো দলেই আছেন, লিটন কুমার দাস নতুন অধিনায়ক হচ্ছেন। এ ছাড়া সৌম্য সরকার, নাঈম শেখরা আছেন বিস্ফোরক ফর্মে। নাঈম তো এবারের ডিপিএলেও দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সবমিলিয়ে অধিনায়কত্ব ছাড়ার পরের সিরিজেই দল থেকেও বাদ পড়তে যাচ্ছেন শান্ত। অবশ্য তাকে নিয়ে স্বয়ং টিম ম্যানেজমেন্টেও অসন্তোষ ছিল। টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানান, টি-টোয়েন্টিতে এখন বড় রানের দরকার সেখানে ঝড়ো শুরু দরকার। এমন ক্ষেত্রে অধিনায়ক ওপেনার হলে তাকে পথ দেখাতে হয় কিন্তু শান্ত তো টিকতেই পারছেন না উইকেটে!  টিম ম্যানেজমেন্টের এমন অবস্থানে অধিনায়ক না থাকলে শান্ত দলে থাকবেন কিনা এ নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। এবার সেটা সত্যি হতে যাচ্ছে আর কি! 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status