খেলা
ফেডারেশনের বাইরে বাফুফের সভা, আলোচনায় ফুটসাল
স্পোর্টস রিপোর্টার
৭ মে ২০২৫, বুধবার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভা আগামী ৯ই মে শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে। সাধারণত বাফুফের নির্বাহী কমিটির সভা বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমভাবে এবার ফেডারেশনের বাইরে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী শুক্রবার ঢাকা মেট্রোপলিটন সিটি ইন্টার স্কুল (মূলত ইংরেজি মিডিয়াম) টুর্নামেন্টের ফাইনাল রয়েছে। এজন্যই ফাইনালের ভেন্যুতে ফেডারেশনের সভা ডাকা হয়েছে। ঘরোয়া ফুটবল ও ফেডারেশনের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু থাকলেও ৯ই মে সভায় আলোচ্যসূচিতে আছে শুধু এএফসি এশিয়ান কাপ ফুটসাল কোয়ালিফায়ার্স। বাংলাদেশ এশিয়ান ফুটবলে ফুটসাল প্রতিযোগিতায় কখনো অংশগ্রহণ করেনি। আন্তর্জাতিক তো নয়-ই ২০০৮ সালের পর বাফুফে ফুটসাল টুর্নামেন্ট আয়োজনও করেনি। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। বর্তমান সময়ে ঢাকাসহ দেশের অনেক জেলায় ফুটসাল অনেক জনপ্রিয়। বিশেষ করে শুক্র-শনিবার ছুটির দিনে শৌখিন ও ফুটবলপ্রিয় মানুষরা ছোট পরিসরের এই ফুটবলে মেতে ওঠেন। বাফুফে স্ট্যান্ডার্ড ফুটবলের পাশাপাশি ফুটসাল, বিচ ফুটবলের দিকেও মনোযোগী হচ্ছে। আলোচ্যসূচিতে ফুটসাল থাকা সেটাই নির্দেশ করে। চট্টগ্রাম স্টেডিয়াম বাফুফে ২৫ বছরের জন্য পেয়েছে। সেই স্টেডিয়ামে বাফুফে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-হংকং ম্যাচ আয়োজন করতে চায়। এজন্য ১০ই মে চট্টগ্রামে সভা হতে পারে এমনটা শোনা গেলেও এখন ৯ই মে ঢাকায় জলসিঁড়িতে সভার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল লন্ডন থেকে ফিরেছেন। বাফুফে সভা করে আবার দিন তিনেক পর ফিফা কংগ্রেসের জন্য প্যারাগুয়ে রওনা হবেন। সেখানে তার সফরসঙ্গী হবেন নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সাধারণ সম্পাদক সৌদি আরবের জেদ্দায় রয়েছেন ফিফার এক প্রোগ্রামে। তারা নিয়মিত দেশ-বিদেশে সফর করলেও দেশের মাঠে দেখা যায় না খুব একটা। ২৬শে অক্টোবর তাবিথ আউয়াল বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছেন। ২৯শে মে ঘরোয়া ফুটবলের মৌসুম শেষ হচ্ছে। এখনো লীগ, ফেডারেশন কাপের কোনো ম্যাচ দেখতে মাঠে দেখা যায়নি সভাপতিকে। অথচ ইন্টার স্কুল সিটি টুর্নামেন্টে দেখতে একদিন গিয়েছিলেন। আবার ৯ই মে টুর্নামেন্টের ফাইনালেও থাকছেন যেহেতু বাফুফে সভা জলসিঁড়িতেই। ইন্টার স্কুলের আলাদা কমিটি থাকলেও বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম এই প্রোগ্রামে বেশ সক্রিয়। ফলে এই টুর্নামেন্টে বাফুফে সভাপতির উপস্থিতিও বেশি বলে ধারণা ফেডারেশনের অনেকের।