খেলা
হার দিয়ে সিরিজ শুরু নারী ইমার্জিং দলের
স্পোর্টস রিপোর্টার
৭ মে ২০২৫, বুধবার
ইমার্জিং নারী ক্রিকেট সিরিজে শুরুটা ভালো হলো না বাংলাদেশ দলের। শুরুতে চাপে রাখলেও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারেনি জুনিয়র টাইগ্রেসরা। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল সহজ জয়ে এগিয়ে গেল সিরিজে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দল। আগে ব্যাটিং করে ১৭৯ রান করে স্বাগতিকরা। জবাবে ২৫ বল হাতে রেখে জয় পায় প্রোটিয়ারা। এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। ম্যাচসেরা হয়েছেন টিউনিক্লিফ। ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ১১৮ বলের ইনিংসে মেরেছেন ৮ চার।
১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টাইগ্রেস বোলারদের তোপের মুখে পড়ে আফ্রিকান নারী ব্যাটাররা। ১২.১ ওভারে ৩ উইকেটে ২৪ রানে পরিণত হয় সফরকারীরা। ২-এর কম রানরেটই বলে দিচ্ছে রান করতে কতোটা হাঁসফাঁস করেছে তারা। শুরুর এই ধাক্কা সামলান ডেলমারি টাকার ও ফায়ে টিউনিক্লিফ। চতুর্থ উইকেটে দু’জনে মিলে গড়েন ৫৫ রানের জুটি। ২৪তম ওভারের পঞ্চম বলে টাকারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন স্পিনার স্বর্ণা আক্তার। ১৩ রানের ব্যবধানে আবারো শিকার ধরেন স্বর্ণা। ২৬তম ওভারের শেষ বলে সফরকারীদের উইকেটরক্ষক ব্যাটার ভেরুন্নিসা রেড্ডিকে বোল্ড করেন তিনি। দ্রুত ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ২৬ ওভারে ৫ উইকেটে ৮৪ রান। তখন বাংলাদেশের জয়ের সামান্য আশা জাগলেও শেষ পর্যন্ত জিতেছে দক্ষিণ আফ্রিকাই। কিন্তু স্বাগতিদকের সামনে বাধা হয়ে দাঁড়ায় এলিজ মারি মার্ক্স ও টিউনিক্লিফ। ষষ্ঠ উইকেটে দু’জনে গড়েন ৯৬ রানের অবিচ্ছেদ্য জুটি। এতে বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। ৪৫.৫ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে ফেলে সফরকারীরা। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কিগোমোটসো রাপু। বাংলাদেশের স্কোর একটা পর্যায়ে ছিল ৩৭.১ ওভারে ৪ উইকেটে ১৪৮ রান। এরপর হঠাৎ করেই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৩১ রানে শেষ ৬ উইকেট হারায় স্বাগতিকরা। এতে ৪৭.৫ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় শারমিন সুলতানার দল। ইনিংসে সর্বোচ্চ ৫২ রান করেন সুমাইয়া আক্তার। ৭৩ বলের ইনিংসে মেরেছেন ৬ চার। দক্ষিণ আফ্রিকার টাকার ৯ ওভারে ৩২ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন গান্দি পাপামা লুমেলা জাফতা ও লুয়েন্দা এলিলে এনজুজা। জোনস, আলেক্সান্দ্রা ক্লেয়ার ক্যান্ডলার ও জিন্তলে লান্দেলা আফিউই কুলা নিয়েছেন একটি করে উইকেট।