খেলা
কোহলিকে ‘অমানুষ’ বলে খোঁচা ভারতীয় গায়কের
স্পোর্টস ডেস্ক
৭ মে ২০২৫, বুধবার
অবিশ্বাস্য ধারাবাহিকভাবে পারফর্ম করার জন্য বিরাট কোহলিকে অনেকে অতিমানব বলে ডাকেন। চলতি আইপিএলেও দারুণ ছন্দে আছেন তিনি, করেছেন ৫০৫ রান। তবে এরই মধ্যে অভিনেত্রী ও ইনফ্লুয়েঞ্জার অবনীত কৌরের আবেদনময়ী ছবিতে লাইক দেয়ার কারণে আলোচনায় উঠে আসেন কোহলি। যদিও পরে ব্যাখ্যা দিয়েছেন কোহলি। এতে সমালোচনা কিছুটা কমলেও সেটা আবার উস্কে দিলেন ভারতীয় গায়ক রাহুল বৈদ্য। ভারতের সাবেক অধিনায়ককে ‘মানুষ’ মনে করেন না তিনি।
ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিও বার্তায় এমনটিই বলেছেন রাহুল। সঙ্গে তাকে ব্লকড দেয়ার বিষয়টিও তুলে ধরেছেন। ভারতীয় গায়ক বলেছেন, ‘কিছু কারণে বিরাট কোহলি আমাকে ব্লকড দিয়েছিল। কারণগুলো সম্পর্কে আমি জানতাম না। এক সময় তার ভক্ত ছিলাম। আমি এখনো তার ক্রিকেটের ভক্ত। তবে তাকে মানুষ হিসেবে মনে করি না।’
কোহলি কয়েকদিন আগে অবনীত কৌরের ফ্যানপেজের ছবিতে লাইক দেয়ার ব্যাখ্যা সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘বিষয়টা পরিষ্কার করছি যে, যখন আমার ফোনের ফিড মুছে দিচ্ছিলাম তখন অ্যালগারিদম ভুলবশত হয়তো এক ইন্টারঅ্যাকশন দিয়েছে। এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। অনুরোধ করছি এ নিয়ে যেন অপ্রয়োজনীয় আলোচনা না হয়।’
কোহলির এই ব্যাখ্যা নিয়ে বিদ্রুপ করেছেন রাহুল। ইন্ডিয়ান আইডল ও বিগ বসে অংশ নেয়া গায়ক বলেছেন, ‘সবাইকে বলতে চাই ভুল করে অ্যালগারিদম ছবিগুলোতে লাইক দিয়েছে। আমি এই কাজ করিনি। তাই মেয়েরা অনুরোধ করছি এটা কেউ প্রচার করবেন না। আমার ভুল ছিল না। এটা ইনস্টাগ্রামের ভুল ছিল। ওকে।’
তাকে কোহলি ব্লকড দেননি ইনস্টাগ্রাম দিয়েছে বলেও মজা করেছেন রাহুল। এই গায়ক বলেছেন, ‘বন্ধুরা আপনারা জানেন, কোহলি আমাকে ব্লকড দিয়েছে। তবে আমার মনে হয় কোহলি দেননি, ইনস্টাগ্রামের প্রযুক্তিগত ভুল ছিল। ইনস্টাগ্রাম অ্যালগারিদম কোহলিকে বলেছে, ‘আমি রাহুলকে ব্লক করছি তোমার পক্ষ হয়ে। ওকে? স্যালুটের সঙ্গে বন্ধ করে দিয়েছে।’