খেলা
সিটিকে জিতিয়ে মেসির পর যে কীর্তি ডি ব্রুইনার
স্পোর্টস ডেস্ক
(১৪ ঘন্টা আগে) ৩ মে ২০২৫, শনিবার, ১১:২১ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লীগে চলতি মৌসুমে বাকি আর মাত্র ৩ ম্যাচ। এরপরেই তল্পিতল্পা গুছিয়ে ম্যানচেস্টার সিটিকে বিদায় জানিয়ে দেবেন কেভিন ডি ব্রুইনা। সিটিজেনদের হয়ে শেষ বেলাতেও নিজেকে নিংড়ে দিচ্ছেন এই বেলজিয়ান মিডফিল্ডার। তার একমাত্র গোলেই শুক্রবার প্রিমিয়ার লীগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়েছে ম্যান সিটি। এই জয়ে ইংলিশ জায়ান্টদের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগে খেলার সম্ভাবনা আরও বাড়লো। অন্যদিকে জয়সূচক গোলটি উপহার দিয়ে লিওনেল মেসির পর দারুণ এক কীর্তি গড়েছেন ব্রুইনা।
সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়ামে আধিপত্য বিস্তার করে স্বাগতিকরাই। ৯টির মধ্যে ২টি শট লক্ষ্যে থাকে ম্যান সিটির। অন্যদিকে উলভসের ৬টি শটের মধ্যে লক্ষ্যে থাকে স্রেফ ১টি। ম্যাচের ৩৫তম মিনিটে দলের একমাত্র জয়সূচক গোলটি করেন ব্রুইনা। ডি বক্সের বাইরে থেকে বল পেয়ে ভেতরে ঢুকে যান জেরিমি ডোকু। সুনিপুণ কৌশলে চার প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বল পাঠান অরক্ষিত ব্রুইনার কাছে। ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই ৩৩ বছর বয়সী বেলজিয়ান। এই গোলের সঙ্গে অনন্য এক মাইলফলকে পা রেখেছেন ব্রুইনা। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির পর পেপ গার্দিওলার অধীনে প্রথম খেলোয়াড় হিসেবে ২৫০ গোলে অবদান রাখলেন তিনি। এই স্প্যানিশ কোচের অধীনে ৯ মৌসুমে ৯২ গোল ও ১৫৮ অ্যাসিস্ট করেছেন ডি ব্রুইনা। ম্যান সিটির থেকে নতুন চুক্তি না পাওয়ায় গত মাসে এক সাক্ষাৎকারে বিস্ময় প্রকাশ করেন ব্রুইনা। ইত্তিহাদে কেবল আর এক ম্যাচ খেলতে পারবেন তিনি। ভবিষ্যতের ক্লাবও এখনও নির্ধারিত হয়নি। তাই হয়তো এদিন ম্যাচ শেষে কিছুটা আক্ষেপ নিয়েই স্কাই স্পোর্টসকে বললেন, ‘দুর্ভাগ্যবশত, আমি আমার ভবিষ্যতের ব্যাপারে জানি না। আমি দেখিয়েছি যে আমি এখনও এখানে খেলতে পারি। নাহলে গত চার-পাচ সপ্তাহ ধরে যা করছি তা করতাম না।’ ম্যাচের পর মেসির রেকর্ডে তার পাশে বসেও তেমন উচ্ছ্বসিত নন তিনি, যোগ করেন, ‘তাতে কী আসে যায়? আমি গোল আর অ্যাসিস্ট করতে চাই। দিন শেষে শুধু জিততে চাই।’
প্রিমিয়ার লীগে ৩৫ ম্যাচে ১৯ জয়, ৭ ড্র ও ৯ হারে ৬৪ পয়েন্টে টেবিলের তিনে উঠে এসেছে সিটি। এতে করে জোরদার হচ্ছে তাদের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগে খেলার সুযোগ। সে প্রসঙ্গে প্রিয় শিষ্য ব্রুইনাকে ধন্যবাদ জানিয়ে কোচ পেপ গার্দিওলা বলেন, ‘তোমাকে শুধুমাত্র ধন্যবাদই জানাতে পারি। আমি খুশি যে এটি (ব্রুইনার বিদায়) এভাবে শেষ হচ্ছে এবং আমাদের ইত্তিহাদে আরেকটা ম্যাচ রয়েছে। কেভিনের (ব্রুইনা) জন্য সেরাটা চাই। তাকে ছাড়া এতবছর খেলা সম্ভব ছিল না। সে একজন অবিশ্বাস্য খেলোয়াড়।’