ঢাকা, ৩ মে ২০২৫, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

আবাহনীর সঙ্গে ব্যবধান কমালো বসুন্ধরা কিংস

স্পোর্টস রিপোর্টার
৩ মে ২০২৫, শনিবার
mzamin

দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ শিরোপার আরও একধাপ পৌঁছে গেছে মোহামেডান। যে কারণে বসুন্ধরা কিংস আবাহনীর ম্যাচটি পরিণত হয়েছে দু’দলের ব্যবধান কমানোর লড়াইয়ে। ১১তম রাউন্ডের আগ পর্যন্ত কিংসের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে ছিল ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী। গতকাল কিংস অ্যারেনায় আবাহনীকে ২-০ গোলে হারিয়ে সেই ব্যবধান কমিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি। ১২ রাউন্ড শেষে তাদের সংগ্রহ এখন ২৪ পয়েন্ট। সমান ম্যাচে টেবিলের দুই নম্বরে থাকা আবাহনীর ঝুলিতে আছে ২৭ পয়েন্ট। ৩৪ পয়েন্ট নিয়ে একপ্রকার ধরাছোঁয়ার বাইরে মোহামেডান। 
এইতো গত মঙ্গলবার আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। ওই ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে কাল শুরুটা দারুণ করে কিংস। ম্যাচের ১৬ মিনিটে এগিয়েও যায় দলটি। রাকিবের অ্যাসিস্টে দারুণ গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম। গোল হজমের পরেই খোলস থেকে বেরিয়ে আসে আবাহনী। আস্তে আস্তে মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে দলটি। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করে মারুফুল হকের শিষ্যরা। তবে গোলের দেখা পাচ্ছিল না তারা। উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক গোল হজম করে আবাহনী। রাকিবের পাশ ধরে দারুণ কোনাকুনি শটে জাল খুঁজে নেন ফাহিম। গোলরক্ষক মিতুল মারমা ঝাঁপিয়ে পাননি বলের নাগাল। এরপর কিংসের খেলায় গতি কমে। ৮১তম মিনিটে বাইলাইনের ওপর থেকে ফাহিমের পাশ ধরে উড়িয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্টের হতাশায় মুখ ঢাকেন ইনসান আলি। এর ছয় মিনিট পর ইভান্স ইত্তির প্লেসিং শট পোস্টে প্রতিহত হলে ব্যবধান আর বাড়িয়ে নিতে পারেনি কিংস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলমুখ থেকে আরমান ফয়সাল আকাশ গোলরক্ষককে একা পেয়েও তাড়াহুড়ো করে উড়িয়ে মারলে ব্যবধান কমানো গোলের দেখাও পায়নি আবাহনী। ম্যাচের যোগ করা সময়ে সোহেল রানা ও আসাদুল মোল্লার মধ্যে বলের নিয়ন্ত্রণ নিয়ে হওয়া সংঘর্ষের উত্তাপে হাতাহাতি, ধাক্কাধাক্কিতে জড়ায় দুই পক্ষ। রেফারি দ্রুত এসে শান্ত করেন পরিস্থিতি। ওই ঘটনায় কিংসের সোহেল, সাদউদ্দিন ও আবাহনীর শাহিন আহমেদকে দেখান লাল কার্ড। মিনিট পাঁচেক পর খেলা শুরুর পরপরই শেষের বাঁশি বাজান রেফারি। তবে এর রেশ চলে খেলা শেষেও। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আবাহনীর ফুটবলারদের ওপর চড়াও হন কিংসের কর্মকর্তারা। এই হাতিহাতি চলে বেশ কিছুক্ষণ। দিনের প্রথম ম্যাচেও হাতাহতিতে জড়িয়ে ছিলেন বাংলাদেশ পুলিশ ও মোহামেডানের দুই বিদেশি ফুটবলার।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status