খেলা
টাইমস অব ইন্ডিয়ার দাবি
বাংলাদেশে আসবে না ভারত প্রত্যাখ্যান বিসিবি’র
স্পোর্টস ডেস্ক
৩ মে ২০২৫, শনিবারচলতি বছরের আগস্টে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে তাদের বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে সফরটি বাতিল হয়ে যেতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আগস্টে ভারতের বাংলাদেশে সফর করার সম্ভাবনা কমে প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। যদিও বিসিবি এই সিরিজ বাতিল হওয়ার কোনো সম্ভাবনাই দেখছে না।
কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের মধ্যে যুদ্ধ হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে শীতল সম্পর্ক বিরাজ করছে ভারতের। দুই দেশের বর্ডারে এখন প্রতিনিয়ত উত্তপ্ত অবস্থা জারি আছে। এতে করে ভারতে বাংলাদেশ সফর করার বিপক্ষে ভোট বাড়ছে ক্রিকেট বোর্ডে। টাইমস অব ইন্ডিয়া জানায়, একজন অবসরপ্রাপ্ত মেজরের একটি টুইটকে ঘিরে এই সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। ওই টুইটে লেখা হয়েছে, ভারত যদি পাকিস্তান হামলা করে তাহলে বাংলাদেশের উচিত হবে ভারতের সেভেন সিস্টার দখল করে নেয়া। এতে তিনি চীনা মিলিটারির সাহায্য নেয়ার কথাও উল্লেখ করেন। এ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ‘এই সফর ক্যালেন্ডারের অংশ (পূর্বনির্ধারিত) হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি।’ এ ছাড়া চলতি বছর ভারতে এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা। কিন্তু এই রাজনৈতিক উত্তপ্ত অবস্থায় ভারত প্রতিবেশি দেশগুলোর সঙ্গে ক্রিকেটই খেলতে চাইছে না। এতে করে দক্ষিণ এশীয় অঞ্চলের ক্রিকেট নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। যদিও টাইমস অব ইন্ডিয়ার ভারত সফরকে ঘিরে এই সংবাদকে পাত্তা দিচ্ছে না বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মনে করে ভারতের বাংলাদেশ সফর না করার কোনো সম্ভাবনাই নেই। বিসিবি’র একজন শীর্ষ কর্মকর্তা দৈনিক মানবজমিনকে বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। এই সফর এফটিপি’র অংশ, সিরিজ নিয়ে দুই বোর্ডই একমত। সবমিলিয়ে আমাদের কাছে ভারতের বাংলাদেশ সফর না করার কোনো কারণ নেই আর আমার কাছে মনে হয় না ভারত সফর বাতিল করবে। ফলে এসব নিউজ নিয়ে আমরা ভাবছি না। এটা যেহেতু আইসিসি এফটিপি’র অংশ, এ কারণে প্রতিশ্রুতি রক্ষারও ব্যাপার আছে। দুই বোর্ডের মধ্যেও খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’ এর আগে সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বর বাংলাদেশ সফর করে ভারত। সেবার টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলেও ওয়ানডেতে তাদের ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে টাইগাররা।